শিগগিরই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নীতিমালা প্রণয়ন করুন

মুন্সীগঞ্জে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সরকারের প্রতি ইঙ্গিত করে বলেছেন, শিগগিরই সড়ক দুর্ঘটনা রোধে নীতিমালা প্রণয়ন করুন। সঠিক নীতিমালা ও জনসচেতনতা সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা রাখতে পারে। তিনি গাড়ি চালকদের উদ্দেশে বলেছেন, পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। তাই নেশাগ্রস্ত অবস্থায় যানবাহনের স্টিয়ারিং ধরবেন না। অপ্রাপ্ত বয়স্করা গাড়ির চালক হলে তা বিপদজ্জনক। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জ শহরের কাছে একটি কমিউনিটি সেন্টারে দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও নিরাপদ সড়ক চাই সংগঠনের যৌথ আয়োজনে ‘গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শাহ নেওয়াজ, জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম মোসলেহউদ্দিন, জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, টঙ্গীবাড়ি আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মাসুদ ফকরী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply