কাজী দীপু, মুন্সীগঞ্জ: চলতি মৌসুমে মুন্সীগঞ্জে বিএডিসির আলু বীজ ডিলাররা তাদের বরাদ্দ করা আলু বীজ উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আলু বীজের মূল্য কমালে ও কমিশন বৃদ্ধি করা হলে উত্তোলন করা হবে। এ বিষয়টি তারা বিএডিসির চেয়ারম্যানকেও লিখিতভাবে জানিয়েছেন।
জানা গেছে, গত ৯ অক্টোবর সিরাজদিখানে মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে জেলা বিএডিসি আলু বীজ ডিলার সমিতির সভাপতি ডা. মোবারক আলী দেওয়ান, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ, সদর থানা সভাপতি আহসান উল্লাহ দিদার, ডিলার জাকির মুন্সী, হাজি সাবাজউদ্দিন, জসিম উদ্দিনসহ জেলার সকল ডিলাররা এক সভায় মিলিত হয়। ওই সভায় আলু বীজ উত্তোলন না করার সিদ্ধান্ত নেয় ডিলাররা।
ডিলাররা জানান, গত বছর আমদানি করা বীজ আলু এখনো কৃষকের কাছে মজুদ থাকায় বর্তমানে তারা তা ১০ টাকা কেজি বিক্রি করছে। অন্যদিকে চলতি মৌসুমের জন্য বিএডিসির আলু বীজ ২৭ টাকা করে সরকারিভাবে নির্ধারণ করা হয়। যা ১৭ টাকাই বেশি ও কমিশনও কম। এ কারণে জেলার ডিলার সমিতি মূল্য কমালে ও কমিশন বৃদ্ধি করা হলে উত্তোলন করার সিদ্ধান্ত নেয়।
[ad#co-1]
Leave a Reply