যা পড়ছি যা লিখছি

সিরাজুল ইসলাম চৌধুরী
আমি মূলত সাহিত্যের ছাত্র এবং সাহিত্যে অধ্যাপনা করি। কিন্তু সংস্কৃতি, ইতিহাস বিষয়ে পড়াশোনা করছি। তবে সাহিত্যের ব্যাখ্যায় সংস্কৃতি ও ইতিহাসকে বুঝতে চেয়েছি। যেমন লিও তলস্তয়ের ‘আন্না কারেনিনা’ পড়তে গিয়ে দেখেছি, বুর্জোয়া সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। আনার ওপর যে অত্যাচার, একজন সংবেদনশীল মানুষ কিভাবে তাতে আক্রান্ত হচ্ছে, তা বোঝার চেষ্টা করেছি। আমি নিজে যেটা মনে করি, শুধু পড়া নয়, পড়তে গিয়ে লিখেছি। পড়া ও লেখা একত্রে না করলে সাহিত্যচর্চা সম্ভব হয় না।

এ মুহূর্তে রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকী উপলক্ষে তাঁর নাটক নিয়ে প্রবন্ধ লিখছি। প্রবন্ধের শিরোনাম ‘রবীন্দ্রনাথের নাটকে মুক্তির আকাঙ্ক্ষা ও বন্ধনের বাস্তবতা’। এ উপলক্ষে রবীন্দ্রনাথের সব নাটক পড়া হলো। রবীন্দ্রনাথের নাটকের মূল দ্বন্দ্ব যেটা, তা হলো, বন্ধন-আবদ্ধতা ও বন্ধন থেকে মুক্তি। আমার একটি বই আছে ‘বাঙালির জাতীয়তাবাদ’ নামে। ২০০০ সালে বইটির প্রথম এবং ২০০৭ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। ২০১০ সালে তৃতীয় সংস্করণের জন্য কাজ করছি। এ সংস্করণে নতুন যে তথ্য পাওয়া গেছে, তা অন্তর্ভুক্ত করছি। এর ফলে আমার ব্যাখ্যাও কিছুটা বদলে যাচ্ছে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা। সেই ভিত্তিটা কিভাবে কাজ করেছে ও দুর্বল হয়েছে, তা দেখানোর চেষ্টা করছি। ‘নতুন দিগন্ত’ পত্রিকায় দুই বছর ধরে আমি ধারাবাহিক প্রবন্ধ লিখছি। প্রবন্ধের নাম ‘জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি’। এ প্রবন্ধের আলোচনা শুরু ১৯০৫ সাল থেকে_উপমহাদেশে জাতীয়তাবাদ কিভাবে সাম্প্রদায়িকতা দ্বারা আক্রান্ত হলো এবং শেষ পর্যন্ত ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হিন্দুস্তান-পাকিস্তানের হাতে হস্তান্তরিত হলো, কিন্তু জনগণের মুক্তি এল না। জনগণের মুক্তি না আসার কারণ হলো, ব্রিটিশ যুগে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ_উভয়ই ছিল পুঁজিবাদে বিশ্বাসী। জনগণের মুক্তির জন্য প্রয়োজন ছিল একটি সামাজিক বিপ্লব। এ প্রবন্ধ লেখা ছাড়াও আমার ‘বাঙালি মধ্যবিত্ত ও বাংলা সাহিত্য’ নামে আরেকটি বই মুদ্রণের কাজ চলছে।

[ad#co-1]

One Response

Write a Comment»
  1. we r proud of u , u r neutral asset of ours . i m a student of du , sociology . i wish to meet u , i have tried in several times , but failed , it is utmost need for me for the purpuse of my research on munshigong ,

Leave a Reply to tauhidCancel reply