স্মৃতি রাশেদুলসহ অন্য আসামিদের চার্জ গঠন শুনানি ২৬ অক্টোবর

দু’সন্তানসহ রীতার আত্মহত্যা
রাজধানীর জুরাইনের গৃহবধূ রীতা দুই শিশু সন্তানসহ আত্নহত্যা প্ররোচনা মামলায় স্মৃতি ও রাশেদুলসহ অন্যান্য আসামির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানি ২৬ অক্টোবর। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন মামলার শুনানি শেষে এ দিন ধার্য করেন। এদিন স্মৃতি ও রাশেদুলসহ সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের আইনজীবী আব্দুলস্নাহ আল মামুন জানান, ১০ অক্টোবর তাঁরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বুধবার জেল থেকে ছাড়া পান। মামলার অপর আসামিরা পূর্বেই জামিন পেয়েছেন। তাঁরাও আদালতে উপস্থিত ছিলেন।

গত ১১ জুন দুই শিশু সনত্মানসহ রীতা আত্নহত্যা করলে ঢাকার কদমতলী থানায় নারী ও শিশু আইনে মামলা করেন রীতার মা মাজেদা বেগম। আসামি করা হয় স্মৃতি, রাশেদুল, রীতার শ্বশুর ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শফিকুল কবির, শাশুড়ি নুরবানু, ননদ কবিতা কবির ও সুখন কবির, ননদের জামাই দেলোয়ার হোসেন ও ড্রাইভার আল আমিনকে। চার্জশীটে ফার্মেসির মালিক গফফারকে যুক্ত করা হয়। উলেস্নখ্য, রাশেদুল কবির ও রাজিয়া সুলতানা স্মৃতিকে ২৬ জুন গুলশানের পিজাহাটের সামনে থেকে গ্রেফতার করা হয়।

Leave a Reply