মেঘনায় নৌকাডুবি ॥ নিখোঁজ ২

শুক্রবার গজারিয়া উপজেলার ডোবার চরের কাছে মেঘনা নদীতে নৌকা ডুবিতে পিতাপুত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যবসায়ী আব্দুল মান্নান (৪০) ও তাঁর পুত্র সবুজকে (৮) ডুবুরীরা মেঘনায় খুঁজে ফিরছে। এদিকে স্বজনদের কান্নায় মেঘনার বাতাশ ভাড়ি হয়ে উঠেছে। গজারিয়া থানার ওসি আরজু মিয়া সন্ধ্যায় জানান, ১৮ যাত্রী সমেত ছৈ ওয়ালা নৌকাটি বালুর জাহাজের (বালগেট) সাথে ধাক্কা লেগে উল্টে যায়। অথৈ মাঝ মেঘনা থেকে আশপাশের জেলে নৌকাসহ নানা সাহায্যে ১৬ জন উঠতে পারলেও পিতা ও পুত্র মেঘনায় ডুবে যায়।

দমকল বাহিনী তলব করলে বিকালে ডুবুরী দল নৌকাটি সনাক্ত করলেও বালুর নিচে আটকা পড়ায় উদ্ধার করতে পারেনি। তবে শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চলবে।

পারিবারিকভাবে তারা নারায়ণগঞ্জ থেকে বেড়াতে গজারিয়ার মেঘনা ভিলিজে আসছিল। ইঞ্জিন চালতি নৌকাটি নারায়ণগঞ্জের বরফ কল থেকে সকাল ১০টায় ছেড়ে আসে। বেলা আনুমানিক ১১টায় দুর্ঘটনায় পড়ে। নিখোঁজ আব্দুল মান্নান কুস্টিয়ার ফেন্দি গ্রামের ইসমাইল মিয়ার পুত্র। তবে তারা নারাণগঞ্জে বসবাস করতেন।

[ad#co-1]

Leave a Reply