ফলোআপ : বালুর জাহাজ আটক
শুক্রবার গজারিয়ার মেঘনায় ট্রলার ডুবির জন্য দায়ী বালুর জাহাজ “মারিয়া” আটক করেছে পুলিশ। রাতে গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, বালু ভর্তি এই মারিয়ার ধাক্কায় ১৮যাত্রী ভর্তি ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। এতে এখনও পিতাপুত্র নিখোঁজ রয়েছে। তবে জাহাজের কাউকে আটক করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, জাহাজটিকে গজারিয়া লঞ্চঘাট এলাকায় রাখা হয়েছে। এটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply