মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ পিতাপুত্রের সন্ধান এখনও মিলেনি। এদিকে স্বজনদের আহাজারিতে মেঘনার বাতাশ ভাড়ি হয়ে উঠেছে। মেঘনা তীরে এখন কান্নার রোল। নিখোঁজ ব্যবসায়ী আব্দুল মান্নান (৪০) ও তাঁর পুত্র সবুজকে (৮) খুঁজে ফিরছে স্বজনরা। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, শনিবার স্থানীয় ডুবুরীরা বহু চেষ্টা করেও নৌকাটি উদ্ধার করতে পারেনি। নৌকাটির একটি অংশ বালুর নিচে পড়ে যাওয়ার কারণে। তবে নৌকা নিয়ে বিভিন্নভাবে খোঁজাখুজি চলছে। এদিকে দমকল বাহিনী শুক্রবার সন্ধ্যায় নৌকাটি সনাক্ত করলেও বালুর কারণে শনিবার উদ্ধারের কথা বলে ফিরে যায়। কিন্তু শনিবার না আসার কারণ মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি ম্যান ফজল মিয়া জানাতে পারেননি। জানাতে পারেননি স্থানীয় প্রশাসনও।
শুক্রবার গজারিয়া উপজেলার ডোবার চরের কাছে মেঘনা নদীতে বালুর জাহাজের (বালগেট) সাথে ধাক্কা লেগে উল্টে যায় ইঞ্জিন চালিত নৌকাটি। ১৮ যাত্রী সমেত ছৈ ওয়ালা নৌকাটি ১৬ জন উঠতে পারলেও পিতা ও পুত্র মেঘনায় ডুবে যায়। পারিবারিকভাবে তারা নারায়ণগঞ্জ থেকে বেড়াতে গজারিয়ার মেঘনা ভিলিজে আসছিল। নিখোঁজ আব্দুল মান্নান কুষ্টিয়ার ফেন্দি গ্রামের ইসমাইল মিয়ার পুত্র। তবে তারা নারাণগঞ্জে বসবাস করতেন।
[ad#co-1]
Leave a Reply