২০১১ সালের মার্চ মাসে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে

আবুল মাল আবদুল মুহিত
২০১১ সালের মার্চ মাসে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে। এর আগেই পদ্মা সেতুতে অর্থ সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে সকল প্রকার চুক্তি সম্পাদিত হবে। বিশ্ব ব্যাংক আগাসি ৪ বছরে বাংলাদেশকে ৬.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার খরচ হবে পদ্মা সেতু নির্মান কাজে এবং ১ বিলিয়ন ডলার ঋণ সহয়তা থাকবে বাজেটরী সহায়তা হিসেবে। কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন ও বিশ্বব্যাংকের সাধারণ সভায় যোগদান শেষে আজ সকালে দেশে ফিরে বিকেলে ১ প্রেস বিফ্রিংয়ে এ সকল তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানিয়েছেন পদ্মা সেতু নির্মানে এর পিলার ও ডিজাইনের কিছু পরিবর্তনের কারণে এর ব্যয় বেড়েছে।এই সেতু নির্মাণে এখন ব্যয় হবে ৩.২ মার্কিন ডলার।

[ad#co-1]

Leave a Reply