‘বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাইমারী স্কুল টুর্নামেন্ট’ রবিবার লৌহজং উপজেলা মাঠে শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবীর , ভাইসচেয়ারম্যান রানু আক্তার, জেলা আওয়ামী লীগের ভাইসচেয়ারম্যান কামরুল হাসান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ বাতেন মৃধা, আঃ রশিদ সিকদার, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল কবীর তুহিন প্রমূখ। প্রথম দিনের খেলায় কনকসার ইউনিয়নের চ্যাম্পিয়ন নাগের হাট সরকারী প্রথমিক বিদ্যালয় ও বেজগাঁও ইউনিয়নের চ্যাম্পিয়ন বেজগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হয়। এর পূর্বে প্রতিটি ইউনিয়নে আন্ত স্কুল চ্যাম্পিয়ন প্রতিযোতিার ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন হতে চ্যাম্পিয়ন ইউনিয়ন স্কুলের মধ্যে উপজেলা পর্যায়ে এখন ১০ টি ইউনিয়নয়ে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
[ad#co-1]
Leave a Reply