মুন্সিঞ্জে বাস ডাকাতি

সোমবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের বাস ডাকাতি হয়েছে। ঢাকা থেকে মাওয়া গামী ইলিশ পরিবহনের একটি বাসে যাত্রীবেশেী ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।
শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বাসটি সিরাজদিখান উপজেলার নিমতলী আসার পরই ডাকাতি শুরু হয়।ডাকাতরা অস্ত্রের মুখে বাসের (ঢাকা মেট্রো-ব ১১-৪৫৭০) নিয়ন্ত্রণ এবং যাত্রীদের মূল্যবান সবকিছু লুট করে নেয়। লৌহজং উপজেলার মেদেনী মন্ডল গার্লস কলেজের সামনে এসে ডাকাতরা নেমে যায়। অধা ঘন্টা ধরে ১৫ কিলোমিটার পথের দুরত্বের এ ডাকাতির সময় অনেক যাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন রাত জানান,রাত ৯ টার পরে এ ডাকাতির ঘটনা ঘটেছে। দ্রুত ডাকাতদের ধরার চেষ্টা চলছে। বাসটি মাওয়া ঘাটে রাখা হয়েছে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।

[ad#co-1]

Leave a Reply