মুন্সীগঞ্জের পৈত্রিক বাড়িতে ঘর বানাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন-পরিবেশ, পর্যটন ও শিল্পমন্ত্রী মানবেন্দ্র মুখার্জী তার পৈত্রিক বাড়িতে ঘর নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সোমবার তিনি স্ত্রী ঈষিতা মুখার্জী ও একমাত্র মেয়ে হিয়া মুখার্জীকে সঙ্গে নিয়ে তার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের মুখার্জী পাড়ায় ঘুরতে যান।

তিনি প্রায়ই বেড়াতে আসবেন এবং সে জন্য ঘর বানাবেন জানাতেই তার স্বজনদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। শিল্পমন্ত্রী মানবেন্দ্র তার দাদা-দাদী যেখানে বসবাস করতেন সেখানেই ঘর বানানো হবে বলে ইচ্ছা প্রকাশ করেন। সংক্ষিপ্ত সময় নিয়ে পৈত্রিক বাড়িতে এবারই প্রথম সফরে এসে তিনি আনন্দে পুলকিত হয়ে উঠেন। মুখার্জী পাড়ার বৃদ্ধ-বৃদ্ধাদের তিনি প্রণাম করেন ও তাদের সঙ্গে কথা বলেন। মুখার্জী পাড়ার সব মানুষের মধ্যে হই হই রব বয়ে যায়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-টঙ্গীবাড়ি উপজেলার ইউএনও আব্দুল জলিল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অজয় চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply