৩ লাখ টাকা চুক্তিতে খুন করা হয় মা, ছেলে ও স্ত্রীকে

হিরার স্বীকারোক্তি
রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী মিজানুর রহমান তার স্ত্রী বীথি রহমান ও বৃদ্ধা মা সুফিয়া খাতুনকে তিন লাখ টাকা চুক্তিতে খুন করা হয়েছিল। একটি নির্মাণাধীন ভবনের ছাদে ওই নৃশংস হত্যার পরিকল্পনা করেছিল ঘাতক সুমন ও তার সহযোগীরা। শনিবার রাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার হওয়া আরেক ঘাতক হিরা মিয়া গোয়েন্দা পুলিশকে একথা জানিয়েছে। হিরা বলেছে, নিহত ব্যবসায়ী মিজানুর রহমানের সম্পত্তি দখল ও টাকা-পয়সা লুটের উদ্দেশ্যেই তার ভাতিজা তৌফিকুর রহমান সুমন তাদের নিয়ে ওই হত্যা পরিকল্পনা করে। গতকাল দুপুরে হিরা মিয়াকে ডিবির কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে সে জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে বাসার দারোয়ান আকবর ব্যবসায়ী মিজানের মায়ের জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে যায়। ওই সময় দেলোয়ারের সাথে সে সুমনের বাসায় অবস্থান করতে থাকে। সকাল পৌনে ৮টার দিকে সুমন তার চাচা মিজানুর রহমানের ৩৭/১, শহীদ ফারুক সড়কের বাসায় যায় এবং কলিংবেল চাপ দেয়। হিরা আরো জানায়, দেলোয়ার ও সে দরজার দু’পাশে দাঁড়িয়ে থাকে। কলিং বেলের শব্দ শুনে মিজানের বৃদ্ধা মা সুফিয়া খাতুন নিচে এসে দরজা খুলে দিয়ে সুমনের কাছে জানতে চান, এতো সকালে কি জন্য এসেছ ? সুমন তার দাদীকে বলে, চাচার সঙ্গে আলাপ আছে। এ কথা বলেই সুমন সোজা তৃতীয় তলায় মিজানের ফ্লাটে ঢুকে পড়ে। হিরা জানায়, সুমন ওই বাসায় প্রবেশ করার পর তার চাচা মিজান ঘুম থেকে জেগে বলেন, ‘কিরে সুমন, দশ হাজার টাকা দিবি নাকি?। এ সময় সুমন তার প্যান্টের পকেট থেকে একটি ছোরা বের করে চাচা মিজানের শরীরে আঘাত করলে তিনি চিৎকার দিয়ে বিছানায় লুটিয়ে পড়েন। পরে হিরা তার মাথায় পিছনের অংশে আবার আঘাত করে। মিজানের চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী বীথি রহমান দৌঁড়ে ওই কক্ষে এসে দেখেন খাটের নিচে ড্রয়ারে থাকা মিজানের লাইসেন্স করা পিস্তলটি বের করছে সুমন।

হিরা আরো জানিয়েছে, মিজানের স্ত্রী বীথি সুমনকে বাধা দিলে দেলোয়ার সুমনের হাত থেকে পিস্তল নিয়ে বীথিকে গুলি করে। বীথি মাটিতে লুটিয়ে পড়লে সুমন তার আপন চাচীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। অন্যদিকে দেলোয়ার গুরুতর জখম অবস্থায় বিছানায় পড়ে থাকা মিজানের কপাল লক্ষ্য করে গুলি করে। এ সময় মিজানের বৃদ্ধা মা সুফিয়া খাতুন কক্ষের কাছে গিয়ে বলতে থাকেন কিরে মিজান কি হইছে? কক্ষে প্রবেশ করা মাত্রই প্রথমে দেলোয়ার ও পরে নাতি সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে দেলোয়ার মিজানের অস্ত্র দিয়েই সুফিয়া খাতুনকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে।

হিরা আরো বলেছে, হত্যাকাণ্ডের পর মাত্র আধ ঘণ্টার মধ্যে তারা মিজানের বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে বের হয়ে যায়। ব্যবসায়ী মিজানের ছেলে আশিকুর রহমান অন্তুকেও হত্যা করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ওই দিন ভোরে বাসা থেকে বের হয়ে যাওয়ার কারণে অন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। হিরা জানায়, স্বর্ণালঙ্কার লুট করার দায়িত্ব ছিল ঘাতক দেলোয়ার হোসেনের উপর। সুমনের আশা ছিল, চাচার পুরো পরিবারটি শেষ হয়ে গেলে শহীদ ফারুক সড়কের বাড়িসহ বিশাল সম্পত্তি সে ভোগ করবে।

ডিবির উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রিপল মার্ডারের ঘটনায় তিন ঘাতককে গ্রেফতার করা হয়েছে। হিরাকে গ্রেফতারের আগে সুমন ও দেলোয়ারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। হত্যার মোটিভ হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধ। এছাড়াও এর বাইরে অন্য কোন কারণ এবং অপর কেউ জড়িত ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত তিন ঘাতককে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন, মিজানের ভাইদের ব্যাপারে তাদের কাছে কিছু অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবির উপ-কমিশনার।

[ad#co-1]

Leave a Reply