ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ওই সড়কে একটি কাভার্ডভ্যান উল্টে গেলে তীব্র এ যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা ব্রিজের উভয় পাশে সৃষ্ট এ যানজটের কারণে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কাভার্ডভ্যান উল্টে কয়েকজন আহত হলেও কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শীর্ষ নিউজ
—————————————————–

ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে ট্রাক ও কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৩সংঘর্ষে
যান চলাচলে বিঘ্নিত

বুধবার বেলা ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউলিয়া কান্দি গ্রামে কভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষে ৩জন আহত হয়েছে। সংর্ঘষের পর যানবাহন ২টি মহাসড়কের উপরে পড়ে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই সময় মহাসড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে র‌্যাব ও পুলিশের সহায়তায় রেকার এনে ট্রাকটিকে প্রথম সরিয়ে দিলে মহাসড়কের এক পাশদিয়ে কোনক্রমে যানবাহন চলাচল শুরু করে। পরে কভার্ড ভ্যানটিকে রেকারে মাধ্যমে রাস্তার পাশে নিয়ে গেলে উভয় পাশ দিয়েই যান বাহন চলাচল করে। এতে দীর্ঘ প্রায় ২ঘন্টা যান চলাচলে বিঘ্নিত ঘটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের অবর্নণীয় দুর্ভোগ পোয়তে হয়। গজারিয়া থানান ওসি মোঃ আরজু মিয়া বেলা ১২টায় জানান, যানচল বর্তমান স্বাভাবিক রয়েছে, তবে ধীর গতিতে চলছে।

[ad#co-1]

Leave a Reply