বর্তমান সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী

সুকুমার রঞ্জন ঘোষ এমপি
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপি বলেছেন, বর্তমান সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী, তাই অবাদ তথ্য প্রবাহের কারণে দেশের মানুষ তাৎক্ষনিক সব ঘটনা জানতে পারছে। গুনগত মান নিশ্চিত করে এর সুফল দেশবাসীর কাছে পৌছে দেয়ার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, সঠিক রিপোর্ট অনেক সমস্যারই সমাধান করতে পারে। যা জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভমিকা রাখে। তিনি সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, সমবায় জাতির ভাগ্যোন্নয়নের বড় ভূমিকা রাখতে পারে। তিনি শনিবার শ্রীনগর উপজেলা মিলনায়তনে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ইউএনও আব্দুল লতিফ ভূইয়া প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply