মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছেন এক স্কুলশিক্ষক। গতকাল রোববার দুপুরে উপজেলার ভবেরচরে আট-দশজন বখাটে অসডার একাডেমির শিক্ষক মিজানুর রহমানকে (২৮) পিটিয়ে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া মিজানুরের অবস্থা আশঙ্কামুক্ত।
আরেক ঘটনায় শনিবারও অসডার একাডেমির এক ছাত্রীকে লাঞ্ছিত করেছে এক বখাটে।
আহত শিক্ষক মিজানুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় অসডার একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রীরা ভবেরচর ওয়াজির আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে। গতকাল দুপুরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হলে কেন্দ্রের পাশেই ভবেরচর বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে টিফিন করছিল অসডার এক ছাত্রী। ওই সময় শ্রীনগর গ্রামের আল আমিন মুঠোফোন দিয়ে তার ছবি তোলার চেষ্টা করে। এতে বাধা দেন পাশে থাকা অসডার একাডেমির শিক্ষক ও ছাত্রীটির মামাতো ভাই মিজানুর। এর কিছুক্ষণ পর আল আমিন আট-দশজন সঙ্গী নিয়ে মিজানুরের ওপর চড়াও হয় এবং তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে মিজানুর অচেতন হয়ে পড়েন।
শিক্ষক মিজানুরকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পঙ্কজ কান্তি মণ্ডল গতকাল রাতে প্রথম আলোকে জানান, মিজানুর আশঙ্কামুক্ত। তাঁর শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে। সারতে কয়েক দিন সময় লাগবে।
[ad#co-1]
Leave a Reply