বই বিতরণ শুরু

সদর উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরনের জন্য বরাদ্দকৃত বই বিতরণ শুরু হয়েছে। বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম আলমগীর মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী শিক্ষাবর্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ টি মাদ্রাসায় ২ লাখ ১৫ হাজার ২৩৫ কপি বই বিতরণ করা হবে। এর মধ্যে আগামী সপ্তাহের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৮৫ কপি বই বিতরণ সম্পন্ন হবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

Leave a Reply