জেএসসি পরীক্ষার্থীর বিবাহ বন্ধ!

প্রশাসনের হস্তক্ষেপ বাল্য বিবাহ থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী নাজনিন আক্তার। মঙ্গলবার সাধারণ বিজ্ঞান পরীক্ষা শেষে নাজনিন বাড়ী ফিরলে বিয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি গ্রামের নাসির উদ্দিন। আগে থেকে জানতে পেরে বকুলতলা এইচ এ কে উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নাজনিন প্রধান শিক্ষক আলাউদ্দিন দেওয়ানকে অবহিত করেন।

প্রধান শিক্ষক তাৎক্ষনিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি উপজেলা সমাজ সেবা অফিসার আয়ুব আলীকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠান। জনপ্রতিনিধি আমান উল্লাহ মেম্বার ও বাচ্চু সরকারকে নিয়ে মেয়ের বাবা নাসির উদ্দিনকে বুঝিয়ে বাল্য বিবাহ রোধ করতে সমর্থ হন। একই সঙ্গে নাজনিনের বাবা পূর্ন বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে পার্শ্ববর্তি গ্রামের হবু বর পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী নিয়ে কনের বাড়ীতে না এসে পালিয়ে যায়। এব্যাপারে ইউএনও শাহানা ইয়াসমিন লিলি ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার জানান, এটি দৃষ্টান্তমূলক একটি ঘটনা। এর পর এলাকায় আর বাল্য বিবাহ হবে না বলে আশা করছি।

[ad#co-1]

Leave a Reply