একটি কালভার্টের অভাবে সিরাজদিখান এলাকাবাসীর দূর্ভোগ চরমে

সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র উপায় দীর্ঘ বাসের সাকোঁ। গ্রামটিতে প্রায় চার হাজার লোকের বসবাস। প্রতিদিনই এ এলাকার লোকজনের নিত্যপ্রয়োজন ও স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য প্রায় ৫শত ফুট লম্বা বাসের সাকোঁটি পার হয়ে প্রধান সড়কে উঠতে হয় । লড়বড়ে বিশাল বাসের সাকোঁ পার হতে বয়স্ক ও স্কুলে যাতায়াতকারী শিশুদের অসুবিধার সম্মুখীন হতে হয়। ঝুকিপূর্ণ সাকোটি পার হতে গিয়ে অনেকে দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে । অথচ সতুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার মধ্যবর্তী এই নিচু জায়গাটি মাটি ভরাট কিংবা একটি কালভার্ট নির্মান করলে দীর্ঘ সাকোঁর প্রয়োজন হয়না ও এলাকাবাসীর দূভোর্গ চিরতরে লাঘব হয়। এছাড়া প্রতি বছর সাকোঁটি মেরামত করতেও এলাকাবাসীর প্রচুর টাকা ব্যয় হয় ।

এলাকার বাসিন্দা ও বাসাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জেবল হোসেন ভূইয়া বলেন ,দীর্ঘকাল জাবত প্রতিটি নির্বাচনের পূর্বে প্রার্থীরা উক্ত নিচু জায়গাটিতে মাটি ভরাট কিংবা কালভার্ট নির্মানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর মনে রাখেন না । বছরের পর বছর অপেক্ষা করে আসছে এ এলাকার লোকজন।

[ad#bottom]

Leave a Reply