হুমায়ুন কবির খোকন: বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্য স্থান হেলিকপ্টারযোগে আকাশ পথে পরিদর্শন (এরিয়াল ভিউ) করবে উচ্চপর্যায়ের কমিটি। সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা হেলিকপ্টারযোগে ৮ সদস্যের প্রতিনিধিদল মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের এলাকা পরিদর্শন করবেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী, বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ প্রতিনিধিদল।
সূত্র জানায়, হেলিকপ্টারযোগে এসব এলাকা পরিদর্শনের পর আরো দুটি পরিদর্শন জরিপ হবে। তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য সাইট আকাশপথে পরিদর্শনের জন্য ওই সব জেলার কয়েকটি স্থানসহ পদ্মার তীরবর্তী এলাকা পরিদর্শন করবেন।
[ad#bottom]
Leave a Reply