প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্য স্থান নির্বাচনের জন্য গতকাল সামবার আকাশপথে কয়েকটি এলাকা পরিদর্শন করেছে আট সদস্যের একটি প্রতিনিধিদল। এ বিমানবন্দর নির্মাণের জন্য ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক দরপত্র (এঙ্প্রেশন অব ইন্টারেস্ট) ডাকা হবে বলে জানা গেছে।
প্রতিনিধিদলের সদস্যরা গতকাল হেলিকপ্টারে করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার কিছু এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, বিমানের যুগ্ম সচিব, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর সেলের প্রধান, বিমানবাহিনীর প্রতিনিধি, সিভিল এভিয়েশনের প্রকৌশলী ও সিভিল এভিয়েশনের পরিচালক।
[ad#bottom]
Leave a Reply