মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকা থেকে গত বুধবার রাতে ৩৩টি ইয়াবা বড়িসহ আশরাফউদ্দিন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে রিকশাযোগে ওই তরুণ শহরের দেওভোগ এলাকার বাড়িতে ফিরছিল। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে ৩৩টি ইয়াবা বড়ি পায়। এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply