হরতাল

হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিলের সময় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে হামলা ও সংঘর্ষে বিএনপি’র নেতা ও ইউপি চেয়ারম্যান শ্যামল কাজী ও এক দারোগাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা এসময় সিরাজদিখান থানার এসআই জাকির হোসেন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া উপজেলার উপজেলার পোড়াচক বাউশিয়ায় বিএনপি নেতা মকবুল হোসেন রতনের নেতৃত্বে ও ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ও আ’লীগ কর্মীরা হামলা চালায়। এ সময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। মাওয়া চৌরাস্তায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে।

জেলা শহরে উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় জেলা বিএনপি সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। সেখানে এবং শহরের উত্তরাংশের কিছু দোকানপাট বন্ধ দেখা গেছে।

[ad#bottom]

Leave a Reply