মুন্সীগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনা

জমি দখলকে কেন্দ্র করে টঙ্গিবাড়ী উপজেলার নিতিরা গ্রামে চলছে চরম উত্তেজনা। নিতিরা ও যোগানিয়ার দু’দল গ্রামবাসীর প্রায় ২০০ লোক লাঠিসোটা হাতে বিরোধীয় জমির আইলে অবস্থান নিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেতৃস্থানীয় ব্যক্তিরা জমির আইল হতে বিবদমান পক্ষকে গতকাল বিকালে ফিরিয়ে আনলেও বিরাজ করছে উত্তেজনা। এলাকাবাসী সহিংসতার আশঙ্কা করছে। পুলিশ জানায়, নিতিরা গ্রামের মৃত আউয়াল মাস্টারের সম্পত্তি পৈত্রিক সূত্রে ৪ পুত্র মো. শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম ভোগ-দখল করে আসছে। মৃত আউয়াল মাস্টারের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম হঠৎ করে একটি অছিয়তনামা দলিল দেখিয়ে ওই সম্পত্তি দাবি করলে বাদী ও বিবাদী উভয়পক্ষ আদালতের শরণাপন্ন হয়।

টঙ্গিবাড়ী সহকারী জজ আদালত ওই সম্পত্তির ওপর স্থিতাবস্থা বজার রাখার নির্দেশ দেয়। এদিকে আনোয়ারা বেগম কৌশলে ওই জমি যোগানিয়া গ্রামের শাহজাহান মিয়ার কাছে বিক্রি করে দেয়। নতুন এই ক্রেতা জমির দখল নিতে এলে এ সংঘর্ষ অবস্থার সষ্টি হয়। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি আবদুল্লাহ জানিয়েছেন, উভয়পক্ষকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থিতাবস্থায় থাকতে পুলিশের পক্ষ থেকেও কঠোরভাবে বলা হয়েছে।

[ad#bottom]

Leave a Reply