গজারিয়ায় পেট্রোল ঢেলে কিন্ডার গার্টেন স্কুল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালীপুরা এনএসকান্দি গ্রামে শুক্রবার রাতে ফুলকুড়ি কিন্ডার গার্টেন নামে একটি স্কুল পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল শনিবার স্কুল পরিচালনা কমিটি থানায় অভিযোগ দাখিল করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত এক বছর আগে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীর সংখ্যা ৯০। আগামী বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু অগ্নিকাণ্ডে পরীক্ষা সংক্রান্ত সব কাগজপত্র পুড়ে গেছে। তাই বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হবে না বলে তারা দাবি করেন। স্কুল পরিচালানা কমিটির সদস্য ও যুবদল নেতা নুর মোহাম্মদ জানান, এলাকার সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন। পুলিশ জানায়, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপর একটি সূত্র জানায়, স্কুলটি গজারিয়া থানা যুবদলের প্রচার সম্পাদকের মালিকানা হওয়ায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

[ad#bottom]

Leave a Reply