মুন্সিগঞ্জে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তো জমির দলিল হস্তান্তর

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভুমিহীনদের মধ্যে বন্দোবস্ত জমির দলিল হস্তান্তর করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম.ইদ্রিস আলী। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ দলিল হস্তান্তর করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:আজিজুল আলম, আওয়ামীলীগ নেতা কবির মাস্টার, মাহাতাব উদ্দিন কল্লোল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বেগম শাহানার ইয়াসমিন লিলি। মোট ৮০ জন ভূমিহীনদের মধ্যে ৬০ জনকে এই দলিল প্রদান করা হয়। আগামীতে আরও ২০ জনকে দলিল দেয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিক্রমপুর সংবাদ
————————————————-

মুন্সীগঞ্জে স্বচ্ছলদের মাঝে ভূমিহীনের জমি বন্দোবস্ত দিলেন স্থানীয় এমপি

জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নে সোমবার সরকারি খাস সম্পত্তি বরাদ্দে ভূমিহীনদের তালিকায় ঠাঁই পেয়েছেন স্বচ্ছলরা। ধনাঢ্য-স্বচ্ছল ব্যক্তিদের মাঝে ভূমিহীন হিসেবে সরকারি খাস সম্পত্তি বরাদ্দ দেয়ায় এলাকায় বিষয়টি ব্যাপক সমালোচিত হচ্ছে । স্থানীয় চিতলীয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের প্রত্যেকের মাঝে ৩৩ শতাংশ করে সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত দেয়া হয়। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিহীনদের মাঝে খাস সম্পত্তি বিতরন করেন। সদর উপজেলার ইউএনও শাহানারা ইয়াসমিন লিলির সভাপতিত্বে ভূমিহীনদের মাঝে খাস সম্পত্তি বন্দোবস্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ আ’লীগ নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানায়, ভূমিহীনের মাঝে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেয়ার আড়ালে ছিলো স্বচ্ছল ব্যক্তিদের ভূমিহীন দেখিয়ে খাস সম্পত্তি বন্দোবস্ত দেয়া। ৮২ জন ভূমিহীনের তালিকার ৩০ জনই পাওয়া গেছে স্বচ্ছল ব্যক্তি। এর মধ্যে আধারা ইউনিয়নের ধনাঢ্য ব্যক্তি খালেক দেওয়ান, খালেক পীর, জাহাঙ্গীর মিজি, সামাদ মাদবর, রফিক মিয়া, ফরিদা বেগম,সানাউল্লাহসহ আরো অনেককে ভূমিহীন হিসেবে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেয়া হয়েছে । এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, উপজেলা পরিষদের সভা করে ভুমিহীনদের তালিকা তৈরী করা হয়। সচ্ছল ব্যক্তিদের বন্দোবস্ত দেয়া হয়েছে এ বিষয়টি অবগত নই।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply