বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য প্রস্তাবিত চারটি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করে সিভিল অ্যাভিয়েশন গতকাল বিমান ও পর্যটন পরিবহন মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এসব স্থান হচ্ছে- ফরিদপুর জেলার ভাঙ্গা, মাদারীপুর জেলার শিবচর, শরিয়তপুর জেলার জাজিরা ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর। প্রতিবেদনে জমি প্রাপ্তিসহ কয়েকটি যুক্তি তুলে ধরে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করে স্থান চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।
এর আগে সিভিল অ্যাভিয়েশন টাঙ্গাইল জেলার ভুয়াপুরে ও ময়মনসিংহ জেলার ত্রিশালের দুইটি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করে প্রতিবেদন পেশ করেছিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতায় সিভিল অ্যাভিয়েশন এ প্রতিবেদন প্রণয়ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
[ad#bottom]
Leave a Reply