গজারিয়ায় সন্ত্রাসী হামলায় খান গ্রুপের কারখানা বন্ধ, আহত ১০

জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ: দাবী করা চাদাঁ না পেয়ে গজারিয়া উপজেলার হোসেন্দী রঘুরচর এলাকায় মঙ্গলবার হামলা চালিয়ে খান গ্রুপের জাহাজ তৈরীর কারখানা বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, এলাকার চিহ্নত সন্ত্রাসী ও শিপন হত্যা মামলার আসামী শাহপরান, আক্তার, মুক্তার, নাসির মাসুম, জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী খানঁ গ্রুপের কাছে ৫ লাখ টাকা চাদাঁ দাবী করে। ওই টাকা না পেয়ে গতকাল তারা অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে জাহাজ তৈরীর কারখানায় হামলা চালিয়ে শ্রমিকদের রক্তাক্ত জখম করে। এতে কারখানার জাহাজ তৈরীর কাজ বন্ধ করে সন্ত্রাসীরা তান্ডবলীলা চালায়। এ সময় শ্রমিক ও গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা মেঘনা নদী দিয়ে পালিয়ে যায়।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply