লৌহজংয়ে আওয়ামী লীগ নেতাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

লৌহজংয়ে এক আওয়ামী লীগ নেতার শোবার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। নিজ কৌশলগুণে দুবৃর্ত্তদের হাত থেকে প্রাণে বেঁচে গেছে আওয়ামী লীগের ওই নেতা। উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তার যশলদিয়ার বাড়ির শোবার ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বলিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। দুর্বৃত্তরা অওয়ামী লীগের ওই নেতার ঘরের দরজার ফাক দিয়ে বস্তায় পেট্রোল দিয়ে ভিতরে ছুড়ে আগুন জ্বালিয়ে দেয় এবং ঘরের বাইরে থেকেও আগুন জ্বালিয়ে দেয়। আগুনের তাপে আশরাফের ঘুম ভেঙে গেলে তিনি আগুন দেখ বিচলিত হয়ে পড়লেও বুঝতে পারের বাইরে দৌড় দিলে হয়তো দুবৃত্তরা বাইরে দাড়িয়ে থেকে তাকে হত্যা করতে পারে। একথা ভেবে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জরো হলে তিনি দরজা খুলে আগুনের উপর দিয়ে দৌড়ে বেড়িয়ে আসেন। এসময় তিনি আহত হন। আগুনে তার চুল ও মুখমন্ডলের কিছু অংশ ঝলসে যায়।

আশরাফ জানান, ইয়ারব মোল্লা নামে একই গ্রামের এক ব্যক্তি সোমবার রাতে নিখোজ হওয়া পুত্রের জন্য থানায় মামলার ব্যপারে তার নিকট আসে। কিন্তু রাত হয়ে পড়ায় সকালে তাকে নিয়ে মামলা করতে যাবার কথা বলে ইয়ারব আলীকে বিদায় করে। ইয়ারব আলী আশরাফ কে জানিয়েছেন তার ছেলে কামাল হোসেন (২৬) গত রোজার ঈদের পর হতে নিখোজ রয়েছেন। বিভিন্নভাবে খোজাখোজি করে সে জানতে পেরেছেন যশলদিয়ার তার পোড়ানোর ফ্যাক্টরী ও মাদক ব্যবসার সাথে জড়ির আনোয়ার হোসেন (৫২) আবুল হোসেন মোল্লা (৪৫) মিঠু মোল্লা (৩০) সুমন (২৪) রাজিব(২৭) তার ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে পুত্রকে ধরে নিয়ে গিয়ে শ্রীনগর উপজেলার বালাসুর এলাকায় জবাহ করে খুন করে লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে। এব্যাপরে ইয়ারব আলীকে কোন প্রকার বাড়াবাড়ি না করার জন্য ধমকি দিয়ে আসছিল দুবৃত্তরা। সোমবার রাতে আওয়ামী লীগের নেতা আশরাফের কাছে যাওয়ায় থানায় নিশ্চিত খুনের মামলা হতে যাচ্ছে জেনে খুনি ওই চক্রটি আশরাফের বাড়িতে আগুন দিয়েছে বলে সে অভিযোগ করেছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি অভিযোগ করা হয়েছ্।

[ad#bottom]

One Response

Write a Comment»
  1. real or al drama

Leave a Reply