মুন্সিগঞ্জে বিমানবন্দর নির্মাণের পক্ষে বিপক্ষে অবরোধ ও মানববন্ধন ॥ ৪ঘন্টা মহাসড়ক বন্ধ

সর্বশেষ তথ্যসহ সংশোধিত
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ: আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পক্ষে বিপক্ষে রবিবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্থ ভূমি মালিক ব্যনারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার হাসাঁড়ায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে একই সময়ে মহাসড়কটির কয়েক কিলোমিটার দূর ছনবাড়ি এলাকায় বিমানবন্দর নির্মাণের পক্ষে সচেতন নাগরিক ব্যনারে বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচী নিয়ে মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। র‌্যাবকে এই সময় মহাসড়কে টহল দিতে দেখা যায়।

প্রস্তাবিত বিমানবন্দর এলাকার সম্ভাব্য ক্ষতিগ্রস্থ মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েক হাজার নারী পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে মহাসড়কের হাঁসাড়া পয়েন্টে জড়ো হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বাড়ৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মাস্টার, শেখ মো. হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ। শ্রীনগর উপজেলার ষোলঘরে থেকে সিরাজদিখানের নীমতলি পর্যন্ত প্রায় ৮ দীর্ঘ কিলোমিটার পথ জুরে মিছিল, বিক্ষোভ আবার কোথাও মানববন্ধণ করে।

তাদের অনেকে মাথায় কাফনের কাপড় বেধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মহাসড়কটিতে অবস্থান নেয়। অবরোধকারী আড়িয়াল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল বলেন, এখানে বিমানবন্দর হলে লাখ লাখ লোক বেকার হয়ে পথে বসবে। তাই আমরা এখানে এটি হতে দিব না। বিমান বন্দররের জন্য যে বিশাল কর্মযঞ্জ শুরু হবে সেখানে কারা কাজ করবে? এই প্রশ্নের সদুউত্তর দিতে পারেননি তিনি।

বাড়ৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ইকবাল হোসেন মাস্টার জানান, বিমান বন্দর এখান থেকে সরিয়ে নিতেই হবে না হলে আরও কর্মসূচী দেয়া হবে। অবরোধকারীরা স্বীকার করেন,নিচু এই আড়িয়াল বিলে এক ফসলী জমিই বেশীর ভাগ। তারপরও তারা শঙ্কায় রয়েছেন, তাদের পৈত্রিক বাড়িও অধিগ্রহন করা হবে। এব্যাপারে এই বিমান বন্দর প্রকল্পের সেল প্রধান যুগ্ম সচিব জয়নাল আবেদীন তালুকদার জানান, এই বিমান বন্দরের জন্য একটি বসত বাড়িও অধিগ্রহন করা হবে না। যে জমি নেয়া হবে ক্ষতিগ্রস্থদের সরকার যথাযথ ক্ষতি পূরণ দিবে। কারও হতাশ হওয়ার কোন কারণ নেই।

অবরোধকারীরা ২/৩টি গাড়ি ভাংচুর এবং মহাসড়কের একটি তোরনে আগুন লাগিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ থাকার কারণে জনদুভোর্গ চরম আকার ধারণ করে। কর্মসূচীর এলাকার বাইরে বহু যানবাহন আটকা পড়ে।

শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, অবরোধকারীদের ভয়ে গাড়ি কছেই আসেনি। তবে ২/৩টি স্কুটার টেম্পু কমবেশী ভাংচুর হয়। একটি তোরণে আগুন দিলেও তা নিভিয়ে ফেলা হয়েছে।

এ দিকে একই মহাসড়কের শ্রীনগর ছনবাড়ি নামক স্থানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একই এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ। তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। তিনি জানান, এখানে বিমান বন্দর হলে এলাকার মানুষের কর্মসংস্থান ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে, আর্থসামাজিক অবস্থার উন্নতি ছাড়াও এলাকাটি হবে বাণিজ্যের কেন্দ্র বিন্দু। কিন্তু এই সম্ভবনাকে অপব্যাখ্যা দিয়ে একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলে এবং উন্নয়নকে ব্যাহত করতে সাধারণ মানুষকে উস্কে দেয়ার অপচেষ্টা করছে। মহলটি অবরোধ সুষ্টি করে পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এদের অনেকেই আড়িয়াল বিলের খাস ও অর্পিত সম্পত্তি জবর দখল করে খাচ্ছে।

এদিকে নিমতলী এাকায় অবরোধকারীরা ভাংচুরের চেষ্টা চলালে এলাকার লোকজন ধাওয়া দিয়ে ভূমি মালিক পরিচয়ধারী অবরোধকারীরা পালিয়ে যায়। এই তথ্যের সত্যতা স্বীকার করে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ জানান, এলাকার সবাই যাচ্ছে আড়িয়াল বিলে একবিংশ শতাব্দীর আধুনিক বিমানবন্দরটি হউক। যারা যাচ্ছে না তারা দেশের উন্নয়ন চায় না।

এইসময় ফোনে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি অবরোধকারীরে সাথে দফায় দফায় কথা বলেন। কথা হয় তাঁর স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের সাথেও। এই কথপোকথনের বিষয়ে হুইপ বলেন, নিরীহ মানুষদের ভুল বুছিয়ে এখানে নিয়ে এসছে স্বার্থান্বেষী মহল। এই বিমানবন্দরের জন্য একটি বাড়িও অধিগ্রহন করা হবে না। শুধু বিলেই হবে বিমানবন্দর। তিনি জানান, স্বাধীনতার পর মুন্সিগঞ্জ কেন্দ্রিক সবচেয়ে বড় উন্নয়ন কাজ হাতে নিয়েছে সরকার। তা ব্যাহত করতে বিলের সরকারী খাস ও অর্পিত জমির জবরদখলকারী কিছু লোক অপতৎপরতা চালাচ্ছে। সরকার জমির ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ ছাড়াও যারা জমি মালিক নন, চাষ করছেন তাদের ব্যাপারেও বিবেচনা করছে। তাই এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোন কারণ নেই।

স্থানীয় সদস সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, “ সরকার জনগণের, জণগণের পক্ষেই যাবতীয় সিদ্ধান্ত নেয়া হবে। একটি বাড়িও অধিগ্রহন করা হবে না, কারও বাড়ি ছাড়াও হতে হবে না।” তিনি অবরোধকারীদের সাথে কথোপকথনের উল্লেখ করে বলে. ‘তারা এখন শান্ত রয়েছেন।’

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, পক্ষে বিপক্ষে কর্মসূচী পালিত হয়েছে। অবরোধকারীরা ফিরে গেছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[ad#bottom]

Leave a Reply