মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গত রোববার ইঁদুর নিধনের বিষাক্ত ওষুধ সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। টঙ্গীবাড়ি থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গীবাড়ি উপজেলার তস্তিপুর গ্রামে। নিহত যুবক পিয়ার আলী একজন দিনমজুর। সে বালিগাঁও-তস্তিপুর গ্রামের অলিউদ্দিন পাঠানের ছেলে। রোববার ভোরে সে অভিমান করে ইঁদুর নিধনের বিষাক্ত ওষুধ পান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply