আড়িয়াল বিলে বিমানবন্দরের পরিকল্পনা
‘জান দেব তো জমি দেব না, কৃষক ও জেলের পেটে লাথি মারা চলবে না’—বাংলাদেশে এটি কোনো অভিনব স্লোগান নয়। বরং কৃষিপ্রধান বাংলাদেশের হৃদয়ের উচ্চারণ। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন ও প্রভাবশালীদের মনে এ দ্রোহ বা আর্তি কোনো রেখাপাত করেনি, করছে না। এ দেশের কৃষিজীবী মানুষ যুগযুগান্ত ধরে নানাভাবে ক্রমাগত ভূমিচ্যুত হয়েছে। নদীর ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার অসংখ্য মানুষ ফি বছর দীর্ঘ করে যাচ্ছে ভূমিহীনের তালিকা। সাম্প্রতিককালে ভূমিদস্যু নামে পরিচিত প্রভাবশালী মহল কখনও গায়ের জোরে, কখনও কম দামে, কখনও বেকায়দায় ফেলে গ্রাস করছে ভূমিহীনদের প্রাপ্য খাসজমি এমনকি গরিব মানুষের ভিটেবাড়ি পর্যন্ত। এ করুণ প্রেক্ষাপটে বাড়তি জনসংখ্যার দেশে ভূমিদস্যুদের দমন এবং উন্নয়নমূলক কাজের নামে কৃষিজমি ও জলাশয়কে ব্যবহার করার ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা জরুরি হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা অন্যরকম। এ অবস্থায় সবসময় কৃষক-জেলে, ভূমিহীন, উদ্বাস্তু ও অন্যান্য সাধারণ শ্রেণীর মানুষ সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও প্রতিবাদ করতে ছাড়েনি। এ ছাড়া আর কিই-বা করার আছে তাদের!
বর্তমান সরকার ধানচাষ এবং মাছের জন্য খ্যাত আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা ঘোষণার পর থেকে শ্রীনগর দোহার ও নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলের অধিবাসীরা রুখে দাঁড়িয়েছেন পরিকল্পনা বাতিলের দাবিতে। তারা তাদের ফসলি জমি, মাছের খামার এবং বসতবাড়ি রক্ষার জন্য একাট্টা হয়ে আন্দোলন করছেন। এর আগে নিজ নিজ উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশসহ মিটিং-মিছিল করেছেন দফায় দফায়। তাতে কোনো কাজ হয়নি। স্থানীয় প্রশাসন তথা সরকার কৃষক-জেলেদের এ বাঁচামরার প্রশ্নটিকে বিবেচনায় আনেনি। ফলে ক্ষুব্ধ জনতা স্বতঃস্ফূর্তভাবে ২৭ ডিসেম্বর স্লোগান মুখে লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন—এমনকি মাথায় কাফনের কাপড় বেঁধে নেমে আসেন রাস্তায়। র্যাব-পুলিশের পাহারা উপেক্ষা করে ৬ কিলোমিটার রাস্তা নিয়ন্ত্রণে নিয়ে মিছিলও করেন। একপর্যায়ে বন্ধ করে দেন ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের যানচলাচল। হাজারও নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পরিণত হয় জনসমুদ্রে। দুপুরে আড়িয়াল বিল রক্ষা কমিটি বিমানবন্দর নির্মাণ পরিকল্পনা প্রত্যাহারের জন্য সাতদিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির কথাও বলেছেন বিলরক্ষা কমিটির নেতারা।
কৃষক ও মত্স্যজীবীদের সপক্ষে জনতার এ মারমুখী অবস্থান কোনো রাজনৈতিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট নয়। বাঁচামরার দাবি। এ কথাও নির্জলা সত্য, বিকল্প ব্যবস্থার সুযোগ থাকলে ক্ষতিগ্রস্তদের টাকা দিয়ে এ ক্ষতি পূরণ সম্ভব নয়। ভূমিচ্যুত তথা জীবিকার উত্স থেকে বঞ্চিত হলে সেই ঘাটতি পূরণ হওয়ার নয়। প্রসঙ্গত, বিমানবন্দর নির্মাণের জন্য দেশে বিস্তর সরকারি এবং অনাবাদি জমি রয়েছে। ঢাকার বাইরে পাশের অঞ্চলেও বিমানবন্দর করার মতো জমি যে নেই তা নয়। সেসব জায়গায় অধিগ্রহণ করা হলে আড়িয়াল বিলের তুলনায় মানুষের প্রত্যক্ষ ক্ষতি অনেক কম হবে। ঢাকার পাশে সরকারের মালিকানাধীন জমি রয়েছে, যার ব্যবহার জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখছে না এবং সাধারণের ভোগেও আসছে না। বিমানবন্দর তৈরির জন্য এসব জমি বেছে নেয়ার অবকাশ আছে; কিন্তু সব জেনেশুনেও সরকার সংশ্লিষ্ট এলাকার মানুষের দাবি উপেক্ষা করে আবাদি ও মাছচাষের যোগ্য বিল বেছে নিল কেন তা নিঃসন্দেহে প্রশ্নসাপেক্ষ। একটি আধুনিক বিমানবন্দর বাংলাদেশের বিদ্যমান নড়বড়ে অর্থনৈতিক অবকাঠামোতে কতটা জরুরি সে প্রশ্নও দেখা দিয়েছে বিভিন্ন মহলে। জনসংখ্যার চাপে জর্জরিত দেশে প্রতিদিন ভূমিচ্যুত হচ্ছে মানুষ, জীবিকার উত্স বিনষ্ট হওয়ায় পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছে গরিব জনগোষ্ঠী। তাদের অনিশ্চিত জীবিকার দিকে ঠেলে দিয়ে অন্তত উন্নয়ন বলে কিছু হবে না। অমন উন্নয়নের দরকারই বা কী? আমাদের প্রত্যাশা, সরকার আড়িয়াল বিল অঞ্চলের কৃষক-জেলে ও আবাদি জমিনির্ভর মানুষের দাবিকে অগ্রাহ্য করে, তাদের মুখের আহার ও জীবিকার অবলম্বন কেড়ে নিয়ে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করবে না।
[ad#bottom]
Leave a Reply