সেতু ইসলাম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও শেখ মুজিব সিটি নির্মাণের বিরুদ্ধে আঁড়িয়ল বিলবাসীর ফুঁসে ওঠার নেপথ্যে রয়েছে নানা কারণ। একটি স্বার্থান্বেশী সিন্ডিকেট উস্কে দিচ্ছে আঁড়িয়ল বিলবাসীদের। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার ইউএনও আব্দুল লতিফ মোল্লা সাংবাদিকদের জানান, বিমানবন্দর ও শেখ মুজিব সিটি নির্মাণে আঁড়িয়ল বিলের বসতভিটা উচ্ছেদ করা হবে না। একটি ঘরবাড়িও সরকার ধরবে না। কাউকে ক্ষতি করে বিমানবন্দর নির্মাণ করা হবে না। অথচ সরকারবিরোধী একটি মহল আঁড়িয়ল বিলবাসীর মাঝে তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওই আতঙ্কের বশবর্তী হয়েই হতদরিদ্র সাধারণ মানুষগুলো বিক্ষোভ ও আন্দোলনে জড়িয়ে পড়েছে। আবার গোপনে কিছু লোক সিন্ডিকেট গড়ে তোলে আঁড়িয়ল বিলবাসীর জমি-বসতভিটা রক্ষা করে দেবেন প্রলোভন দেখিয়ে তাদের উস্কে দিচ্ছে আন্দোলনের দিকে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, বিলের দরিদ্র মানুষজন তো আর তেমন কিছুই বোঝেন না। তাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে একটি মহল ফায়দা লুটে নিচ্ছে।
এটা বিমানবন্দর ও সিটি নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র। অপরদিকে বিমানবন্দর নির্মাণের পক্ষে জেলার শ্রীনগরে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন করা হয়েছে। ওই সংগঠনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, অবৈধ দখলদার ও ভূমিদস্যুরা আঁড়িয়ল বিলবাসীকে আন্দোলনে নামিয়েছে। বিমানবন্দর হলে দখলদারদের টাকা-কড়ি কমানো থেমে যাবে বলে তারা আঁড়িয়ল বিল রক্ষার নামে ব্যক্তিস্বার্থ হাসিল করছে।
শ্রীনগর উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী জানান, আঁড়িয়ল বিলবাসীর মাঝে উচ্ছেদ আতঙ্ক রয়েছে সত্যি; কিন্তু ওই আতঙ্ক ছড়ানো হয়েছে। একটি মহল বিমানবন্দর নির্মাণের বিপক্ষে কাজ করছে। ওই মহলটি হতদরিদ্রদের উস্কে দিচ্ছে। মহলটি আর কেউ নয়, তারা সেখানকার অবৈধ দখলদার। আর হতদরিদ্রদের সরলতার সুযোগে তহবিল গঠন করে অর্থ-কড়ি হাতিয়ে নেবে।
[ad#bottom]
Leave a Reply