মিরকাদিম পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগে প্রার্থী হিসাবে হাজী আব্দুস ছালামের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে স্থানীয় আওয়ামী লীগের অফিসে রুদ্ধদার বৈঠক শেষে এই ঘোষনা দেন মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু। তিনি জানান, জেলা, উপজেলা ও মিরকাদিম পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাজী আব্দুস ছালামের পক্ষে আওয়ামী লীগের অন্য প্রার্থী প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
তবে এর আগে শুক্রবার আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী তাঁর চন্দ্রনতলার বাসভবনে হাফিজুল্লাহ মন্টু মাস্টারকে মেয়র পদে সমর্থন ঘোষণা করেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে। পরবর্তীতে দলীয়ভাবে হাজী আব্দুস ছালামের নাম ঘোষণার এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী নিজ এলাকায় আওয়ামী লীগের সঙ্গে মুখোমখি অবস্থায় রয়েছেন।
এদিকে বিএনপির প্রার্থী হিসাবে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই মিজানুর রহমান মিজানকে সমর্থন দিয়েছে। তবে বিএনপি আরেক প্রার্থী ও বর্তমান মেয়র রমোহাম্মদ হোসেন রেনু রয়েছেন। রেনু জানান, তিনি চার বছর আগে সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। এম শামসুল ইসলাম ও শাহ মোয়াজ্জোমেরে দেয়া জেলা কমিটির সহসভাপতি হিসাবে তার নাম রয়েছে। কিন্তু মিজানুর রহমান বিএনপির কোন পদেই নেই। বরং সে আওয়ামী লীগ নেতা দাবী করে ১৫ আগস্ট পোস্টার সাটায়। জনাব রেনু বলেন, আব্দুল হাইয়ের বিয়াই সম্পর্কের কারণে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে স্বজন প্রীতি করছেন।
এই পৌর সভায় মোট ৭ জন মেয়র পদে বৈধ প্রাথী রয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে শহিদুল ইসলাম শাহিন, হাজী ফারুক মোল্লা ও মো. আনোয়ার হোসেন মুক্তার রয়েছেন। তবে সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মুক্তার আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছালামের পক্ষে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে বন্দরনগরী মিরকাদিমে মেয়র নির্বাচনের হিসাব নিকাশ পাল্টাতে শুরু করেছে।
[ad#bottom]
Leave a Reply