মিরকাদিম পৌরসভার মেয়র পদে বিএনপি প্রার্থী কে? এই প্রশ্ন এখন ভোটারদের।
বিএনপির নেতা বর্তমান মেয়র মোহাম্মদ হোসেন রেনু বিএনপি প্রার্থীদের মধ্যে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই মেয়র পদে মিজানুর রহমান মিজানকে সমর্থন ঘোষণার পর এখানে নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মোহাম্মদ হোসেন রেনু জানান, তিনি চার বছর আগে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের হাতে ফুল দিয়ে জেপি থেকে বিএনপিতে যোগ দেন। কেন্দ্রীয় বিএনপিতে এম শামসুল ইসলাম ও শাহ মোয়াজ্জোম হোসেনদের দেয়া জেলা কমিটির সহসভাপতি হিসেবে তাঁর নাম রয়েছে। কিন্তু মিজানুর রহমান বিএনপির কোন পদেই নেই। বরং সে আওয়ামী লীগ নেতা দাবি করে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এলাকায় পোস্টার সাটায়। মিজান আব্দুল হাইয়ের বিয়াই, তাই দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে স্বজনপ্রীতি করছেন বলে রেনু অভিযোগ করেন। তবে মিজান নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, ‘আমি তো আছিই আমার আপন ভাই জসিমউদ্দিনও (আব্দুল হাইয়ের ভায়রা) পৌর বিএনপির সভাপতি।’ এই পৌরসভায় মেয়র পদে ৭ বৈধ প্রাথী রয়েছেন। এখানে আওয়ামী লীগ প্রার্থী হাজী আব্দুস ছালাম। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হাফিজুলাহ মন্টু মাস্টার, শহিদুল ইসলাম শাহিন, হাজী ফারম্নক মোলা ও মোঃ আনোয়ার হোসেন মুক্তার রয়েছেন।
[ad#bottom]
Leave a Reply