অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আবদুর রহমান বয়াতি। গত ১৪ আগস্ট বুকে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বয়াতি পরিবারের পক্ষে। রোজার ঈদের পরদিন তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। প্রতিদিন ফিজিওথেরাপি করানোর কথা থাকলেও করা হচ্ছে না। চোখের ছানির অপারেশন করা যাচ্ছে না। নতুন করে ধরা পড়েছে মূত্রনালির সমস্যা। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাহায্যের আবেদন জানানো হলেও কেউই সাড়া দেয়নি তাতে। বাবাকে বাঁচাতে আবারও সাহায্যের আবেদন জানিয়েছেন আলম বয়াতি। সাহায্য পাঠানোর ঠিকানা : আবদুর রহমান বয়াতি সহায়তা তহবিল, হিসাব নম্বর : ৩৩০১৬৬৬৬, অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখা, ঢাকা।
[ad#bottom]
Leave a Reply