চোখ উৎপাটনের পর শ্বাসরোধে শিশুহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের ছয় বছরের এক শিশুর চোখ উৎপাটনের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। নিহত মো. মারুফ উপজেলার টেঙ্গুরিয়াপাড়া গ্রামে মামুন শেখের ছেলে। মামুন শেখ স্থানীয় লতিফ হাজীর প্রাইভেট কারের চালক। তিনি স্ত্রী মায়া বেগম এবং মেয়ে মীম (৮) ও ছেলে মারুফকে নিয়ে ইছাপুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, শিশুটি বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলো। শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পাশের বাড়ির দুই যুবককে গণধোলাই দিয়েছে।

গণধোলাইয়ের শিকার সেলিম (৩০) ও জবাকে (২৮) উদ্ধার করে পুলিশ হেফাজতে সিরাজদিখান থানায় রাখা হয়েছে।

থানার ওসি মাহাবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির চোখ উৎপাটনের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো অনৈতিক কাজ দেখে ফেলায় তারা এমন ঘটনা ঘটিয়েছে।”

বিডি নিউজ 24
———————————————-

সিরাজদিখানে চোখ উৎপাটন করে শিশু হত্যা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে মারুফ নামের ৬ বছর বয়সের এক শিশুকে দুবৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনায় এলাকাবাসী সেলিম (৩০) ও জবা (২৮) নামের দু’জনকে আটক করেছে।

শিশুটির বাবা জনান, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মারুফকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। সে নিখোঁজ হলে তাকে অনেক জায়গা খোঁজাখঁজি করা হলেও সারাদিনে পাওয়া যায়নি। পরের দিন শুক্রবার সকালে বাড়ির পাশে মারুফের লাশ পাওয়া যায়। শিশু মারুফের চোখ উৎপাটন করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা দুবৃত্তদের কোন অনৈতিক কাজ দেখে ফেলার কারণে তারা এমন লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছে।

বিক্রমপুর সংবাদ
—————————————————

শিশুর চোখ উৎপাটনের পর হত্যা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে মো. মারুফ (৬) নামের এক শিশুকে চোখ উৎপাটনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন সেলিম ও ফজু নামের দুই যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইছাপুর গ্রামের মামুন শেখের ছেলে মারুফ গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ডোবার মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহসানুল করিম জানান, শিশুটির ডান চোখ সম্পূর্ণ উৎপাটন করা হয়েছে, বাঁ চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। শিশুটির বাবা মামুন শেখের বাড়ি একই উপজেলার টেঙ্গুরিপাড়া গ্রামে। স্থানীয় এক ব্যক্তির গাড়ি চালান তিনি। তিনি ইছাপুরা গ্রামে ভাড়া থাকেন।

মামুন শেখ জানান, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই, যার জের ধরে কেউ তাঁর ছেলেকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে। তবে সেলিম ও ফজু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সপ্তাহ দুয়েক আগে ওই দুই যুবক তাঁর বাড়ির পাশে একটি বাড়ি ভাড়া নেন। ওই বাড়িতে অনেক অপরিচিত লোকজন আসত।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সেলিম ও ফজুর বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা মামুন শেখ। আটককৃতরা শিশুটির পাশের বাসার ভাড়াটে। ধারণা করা হচ্ছে, শিশুটি তাঁদের কোনো অনৈতিক কাজ দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

প্রথম আলো

[ad#bottom]

Leave a Reply