কাজী সোহাগ, মুন্সীগঞ্জ থেকে ফিরে: মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে বিরোধিতাকারীদের আন্দোলনের মুখে পরিকল্পনায় কাটছাঁট করেছে সরকার। ২৫ হাজার একর জমির পরিবর্তে ১০ হাজার একর জমিতে বিমানবন্দরটি নির্মাণ করা হবে। বিলের কোন দিকে জমি বেশি অধিগ্রহণ করা হবে সে সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুন্সীগঞ্জের এমপি সুকুমার রঞ্জন ঘোষ মানবজমিনকে এ তথ্য জানান। এদিকে বিমানবন্দর নিয়ে প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিমানবন্দরটির জন্য ফুয়েল আসবে চট্টগ্রাম এবং মংলা বন্দর থেকে লাইটারেজ জাহাজে। ওই জাহাজ ভিড়বে পার্শ্ববর্তী পদ্মা নদীর ভাগ্যকূলে। সেখান থেকে তেল খালাস হবে। বিমানবন্দরটির সঙ্গে দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগের ২১টি জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। বিমানবন্দর থেকে বঙ্গবন্ধুর মাজারে দু’দিক দিয়েই যাওয়ার সুযোগ থাকবে। মাওয়া দিয়ে দূরত্ব হবে ৭৬ কিলোমিটার। আর দৌলতদিয়া হয়ে দূরত্ব হবে ৮৬ কিলোমিটার। পদ্মা ব্রিজ থেকে শ্রীনগরের ওই বিমানবন্দর থেকে রেললাইন সিমাপাড়া, সিরাজদিখানের ইছাপুরা, টঙ্গীবাড়ির বেতকা ও বজ্রযোগিনী (মুন্সীগঞ্জ সদর) হয়ে মেঘনা পাড়ি দিয়ে গজারিয়া ও দাউদকান্দি হয়ে সোজা লাকসাম জংশনে মিলবে। বিমানবন্দরকে ঘিরে রেললাইনের আরেকটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এতে ট্রেন সংযোগটি সিরাজদিখান উপজেলা সদর হয়ে বয়রাগাদি বালুরচর হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া পদ্মা সেতু থেকে এই বিমানবন্দর হয়ে ধলেশ্বরী সেতু অতিক্রম করে ঢাকার পশ্চিম পাশ দিয়ে আশুলিয়া হয়ে রেললাইন গাজীপুরের জয়দেবপুরে গিয়ে মিলবে।
শ্রীনগরের বিমানবন্দর থেকে সিমাপাড়া হয়ে গজারিয়া পর্যন্ত যাবে প্রশস্ত রাস্তা। গজারিয়া গার্মেন্টস পল্লী থেকে ওই রাস্তা ট্রেনের পাশাপাশি সরাসরি বিমানবন্দরে যাবে। ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কে সামান্য সময়ের মধ্যে লাখ লাখ টন যাবতীয় সামগ্রী বিমানবন্দরে আসতে পারবে অতিসহজে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই এ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সবার আগে জমি অধিগ্রহণের কাজ শেষ করতে চান তারা। এদিকে বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারীদের সঙ্গে এরই মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসনসহ সরকার সমর্থক নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
তবে বিরোধিতাকারীরা এখনও অনড় অবস্থানে রয়েছেন। তাদের একটিই দাবি, ঐতিহ্যবাহী বিলকে বাদ দিয়ে অন্য কোথাও বিমানবন্দর নির্মাণ করা হোক। সংশ্লিষ্টরা জানিয়েছেন- সবচেয়ে বেশি অধগ্রহণ করা হবে শ্রীনগর, শ্যামসিদ্ধি, হাসারা ও বারইখালি ইউনিয়ন থেকে। এ প্রসঙ্গে এমপি সুকুমার রঞ্জন ঘোষ ও উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি বলেন, অধিগ্রহণের আওতায় যেসব কৃষক পড়বেন তাদের প্রতি সমবেদনা রয়েছে। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে তাদেরকে জমির বিনিময়ে টাকা দেয়া হবে। শ্রীনগরের আলমপুর গ্রামের জমির মালিকরা জানিয়েছেন, শরীরের এক বিন্দু রক্ত থাকতে বাপ-দাদার জমি ছাড়া হবে না। সরকার যদি জোর করে নিয়ে যায় তাহলে অন্য কথা। তারা বলেন, সমঝোতার জন্য আমাদের বলা হয়েছে ন্যায্যমূল্যে জমি কিনবে। কিন্তু আমরা তো জমি বিক্রি করবো না। সরকার নগদ যে টাকা দেবে তা দিয়ে কি করবো? টাকা তো স্থায়ী সম্পদ নয়।
[ad#bottom]
Leave a Reply