আগামী ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নওগাঁ সদর ও মুন্সিগঞ্জ পৌরসভায় নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কমিশনের সচিব মো. ছাদিক, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আব্দুল ওয়াদুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনআই খান, অতিরিক্ত আইজি প্রশাসন ও অপারেশন (ডিএমপি) একেএম শহিদুল ইসলাম, অতিরিক্ত আইজি (এসবি) মো. জাবেদ পাটোয়ারী, ডিজি র্যাব মো. মোখলেছুর রহমান, ডিসি (চট্টগ্রাম) সিরাজুল হক খান এবং ডিসি (সিলেট) এনএম জিয়াউল আলমসহ বিভিন্ন জেলার ডিসি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
সাখাওয়াত হোসেন বলেন, ‘পৌর নির্বাচন দলীয় নির্বাচন নয়। সুতরাং কোনো দল নির্বাচন বয়কট করতে চাইলে এতে ইসির কিছু করার নেই।’
সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ পৌরসভায় ভোট দিতে যাবেন। কিন্তু আপনাদের উপস্থিতি যেন নির্বাচনকে প্রভাবিত না করে।’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
[ad#bottom]
Leave a Reply