নাম ভুল বলায়…

মিরকাদিম পৌরসভা মেয়র পদপ্রার্থী হাফিজুল্লাহ মুন্টুর নাম ভুল উচ্চারণ করায় সূজন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গত সোমবার মিরকাদিম পৌরসভা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরকাদিম পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠান করা হয়। এতে ৬ প্রার্থীই উপস্থিত ছিলেন। প্রার্থীদের মধ্যে দুজন বক্তব্য দেওয়ার পর সঞ্চালক তৃতীয় ব্যক্তি হিসেবে হাফিজুল্লাহ মুন্টুকে ডাকেন। কিন্তু তিনি নামটি ভুল করে হাফিজুল্লাহ মিয়া উচ্চারণ করায় ওই প্রার্থীর লোকজন উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রায় আধা ঘণ্টা অনুষ্ঠান বন্ধ থাকে। পরে দ্রুত অনুষ্ঠান শেষ করা হয়।

ছবি mirkadim.com

[ad#bottom]

Leave a Reply