মুন্সীগঞ্জে ফটো সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা

ফটো সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা রবিবার শেষ হয়েছে। মুন্সীগঞ্জ ও মাদারীপুরের শিশু সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা মুন্সীগঞ্জ সিভিল সার্জন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে দু’ জেলার শিশুরা ফটো তোলার কৌশল এবং এডিটিংসহ ই-মেইলে আদান প্রদান উপযোগী বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফটো সাংবাদিক সুনিল আমিন, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম ও মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

ইউনিসেফ’র সহায়তায় ম্যাস লাইন মিডিয়া সেন্টার এই কর্মশালালার আয়োজন করে। এই কর্মশালার মাধ্যমে শিশু অধিকার বিষয়ে শিশু সাংবাদিকরা আরও বেশী অবদান রাখতে পারবেন বলে আয়োজকরা মনে করেন।

বাংলাদেশনিউজ২৪x৭

[ad#bottom]

Leave a Reply