মুন্সীগঞ্জে আহত ৩

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনের মাত্র একদিন আগে রবিবার সকালে শহরে এক কাউন্সিলর প্রার্থীর ৩ সমর্থককে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের দৰিণ ইসলামপুর এলাকায় পৌরসভা নির্বাচনের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে থানা পুলিশ জানিয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হকের সমর্থক মোঃ রাসেল (২৫), আব্দুল হাকিম (৩২) ও মোঃ যুথিকে (২৭) প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম কমিশনারের সমর্থকরা পেটায়। এতে কাউন্সিলর প্রার্থী এনামুল হক দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে শহীদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন।

[ad#bottom]

Leave a Reply