আমার দেশে হবে ক্রিকেটের বিশ্বকাপ!!

“প্রথম যেদিন শুনলাম ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ, কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবনা। আমার দেশে হবে ক্রিকেটের বিশ্বকাপ!! মাঠে গিয়ে খেলা দেখব বিশ্বকাপের ম্যাচ! নানা দেশ থেকে দর্শকেরা আসবে আমাদের দেশে খেলা দেখতে। সারা বিশ্ব জানবে বাংলাদেশের নাম।

কিছুদিন পর যখন জানলাম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশেই তখন আনন্দের সীমা রইলো না। অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান দেখি, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন অনুষ্ঠান দেখি, এবার আমার দেশেই দেখব সরাসরি! ভাবতেই লাফিয়ে উঠছিলাম কিছুক্ষণ পর পর। উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্ব দেখবে বাংলাদেশ শুধু দারিদ্রতার দেশ নয়, শুধু বন্যা-ঘূর্নিঝড়ের দেশ নয়। বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। নিজস্য ঐতিহ্য। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন যেখানে আছে বিরল রয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের আছে আদিবাসীদের বৈচিত্রময় অনন্য সুন্দর ঐতিহ্য। হাজারো রঙের ছটায় বর্ণিল আমার এই দেশকে নতুনভাবে দেখবে সারা বিশ্ব! সারা বিশ্বের বিস্ময় আমার বাংলাদেশ!

কিন্তু বিধাতার মনে হয় আমার সুখ সহ্য হলো না। তিনি এমন ব্যবস্থা করলেন যে এখন আমাকে কেউ ফ্রি টিকেট দিলেও উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাবনা।

কিসের জন্য যাব? কেন যাব? কাদের দেখতে যাব? বচ্চন পরিবারকে দেখতে? রাহাত ফতেহ আলীর গান শুনতে? ভারতীয় ৫৮ জন শিল্পীর নাচ-গান দেখতে? আমার দেশে, আমার মাঠে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এটাই দেখতে যাব? না। কখনোই না।

পত্রিকা মারফত জানা গেছে, ভারত বলেছে উদ্বোধনী অনুষ্ঠানটা বাংলাদেশ নিজেদের ইচ্ছেমত করতে পারবে যেহেতু তারা সমাপনী অনুষ্ঠান করবে। বিসিবি অনুষ্ঠানটি আয়োজনের জন্য বাংলাদেশের ‘এটিএন ইভেন্ট ম্যানেজমেন্ট’ ও ভারতের ‘উইজক্রফট’ কে দায়িত্ব দিয়েছে। তারা যৌথভাবে আয়োজন করবে। উইজক্রফট কে মূলত কারিগরী সহয়তার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে।

কিন্তু এটিএন ইভেন্ট ম্যানেজমেন্ট- যার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পুরো অনুষ্ঠানটি সাজাচ্ছে ভারতীয় শিল্পীদের দিয়ে! অমিতাভ বচ্চন, তার স্ত্রী, ছেলে, ছেলের বউ সহ মোট ৫৮ জন আসবে নাচ-গান করতে! বাংলাদেশের শিল্পীদের মধ্যে কেবল ‘ইভা রহমান’ থাকেবন যিনি কিনা মাহফুজুর রহমানের স্ত্রী!! কেন? আমাদের কি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, সুবীর নন্দী, শাকিলা জাফরেরা নাই? আমাদের কি লালন, শাহ আব্দুল করিমের মত বিশ্বমানের বাউল নেই? তাদের গান তো সারা বিশ্বেই জনপ্রিয়!! আমাদের কি হাবিব, অর্নব, বাপ্পা, জেমসের মত আন্তর্জাতিক মানের শিল্পী নেই?

পুরো বিশ্ব দেখবে বাংলাদেশে অনুষ্ঠেয় ওপেনিং সিরেমনিতে ভারতীয়রা পারফর্ম করছে, তারা তাদের সংস্কৃতি তুলে ধরছে? বিশ্ব কি ভাববে? বাংলাদেশের কোনো ভালো শিল্পী নেই, বাংলাদেশের তুলে ধরার মত ঐতিহ্য নেই!!

কেন এই নির্লজ্জতা? কেন এই নিচু মানসিকতা? কেন নিজের স্বকীয়তাকে বিলীন করে দেয়া? কিসের স্বার্থে? কার স্বার্থে? আমরা কি চেয়ে চেয়ে দেখবোই শুধু?

না! আমরা প্রতিবাদ করবো। আমরা সোচ্চার হব এই অন্যায়ের বিরুদ্ধে। আমরা কয়জন ঠিক করেছি এটিএনের অফিসের সামনে বা বিসিবির অফিসের সামনে মানববন্ধন করব। প্রতিবাদ করবো। তারপরেও যদি এর পরিবর্তন না হয়, তাহলে উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করব।”

মোঃ জাহাঙ্গীর হোসেন
কোটগাঁও

[ad#bottom]

2 Responses

Write a Comment»
  1. Bai dukkho korben na.. Dukkho to amadero hoy.. Kin2 ki r kora amra j desh prem vule gesi.. Shikkhito hoyeo murkho roye gesi.. Bangladesh a boro boro digri darirai sobche boro murkho.. Tader diyei desher o jonogoner sobcheye beshi khoti hosse.. Desh prem r nai re vai.. Amar vavtei ovak lage kono ek din bangladesh er lakh lakh manush nijer jiboner binimoye siniye anesilo shadinota.. Ai projonmer aj ta bisshash korte kosto hoy.. Jara desher jonno pran dilo tara roilo gonar baire.. jara prokito mukti jodda tader kono nam gondo nai.. r jara bachar jonno Varot giye paliye roilo tarai holo ekhon mukti jodda.. R sobcheye hassokor bepar holo ai shob mukti joddara (nokol) tar dohai diye bole, amak eta dite hobe, ota dite hobe.. shob kisu te kottha dite hobe.. Ami ei shubidar kotha ug-a
    jante parle meyer pete thaktei juddo kortam.. Varot j ei shokol shikkito jodda(nijer jonno) der k asroy diyesilo amra tar ki protidan dilam?? Amra taito desh prem vule jassi r amrittu varot varot korte thakbo.. Amader akhon nijer kono dormo nai, amader dormo varot.. amder kono desh nai, amader desh varot.. amder kono shilpo/shongskriti nai, shetao holo Varot.. Amra Btv dekhi na, Ztv dekhi.. Dore nen amra varoter kono ongorajjei boshobash kori…
    tahole r kono kosto thakbe na… (Joy Bangla/ Bangladesh Jindabad) MA MATI DESH

  2. Mr Jahangir , Amra to sob kichui India ke diyechi / Japane bangalira dokan dei nam dei Indian food / halal food shop gulite jante chai hindi chobi ache naki /R Iva rahman to thot milay /nije kintu publiker samne gaan gaite pare na / C D chere diye shudhy deho norachora koray / Japane ese dhora pore lozza peyechilo
    Apni ze sob shilpider nam bolechen Iva tader HANDS tanar joggyota o nei / tarpor o hotash hobar kichui nei /All the best

Leave a Reply