মুন্সীগঞ্জে জামানত খুইয়েছেন ৭ মেয়র প্রার্থী

মুন্সীগঞ্জ পৌরসভায় ৩ মেয়র প্রার্থী এবং মিরকাদিম পৌরসভায় জামানত খুইয়েছেন বর্তমান মেয়র ও মহাজোট প্রার্থীসহ চার জন। এ পৌরসভায় মোট মেয়র প্রাথীর সংখ্যা ছয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হাজী ফার্রক আহম্মেদ মোলস্না (আনারস) পেয়েছেন ৬৪৫ ভোট, বর্তমান মেয়র খন্দকার মোহাম্মদ হোসেন রেনু (দেয়াল ঘড়ি) ১৮৮৬ ভোট, আওয়ামী লীগের হাজী আব্দুস ছালাম (দোয়াত কলম) ২০৪৪, মহাজোটের হাফিজুলাহ মিয়া মন্টু মাস্টার(টেলিভিশন) পেয়েছেন ২৬৪১। জামানত ঠেকানোর জন্য তাঁদের প্রয়োজন ছিল কাস্টিং ভোটের ৮ ভাগ অর্থাৎ ২৯২৯ ভোট। এই পৌরসভায় কাস্টিং বৈধ ভোট সংখ্যা ২৩৪৩২। জমানত রক্ষা হয়েছে শুধু বিজয়ী প্রাথী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর। এ পৌরসভায় স্বতন্ত্র প্রাথী শহিদুল ইসলাম শাহিন (টেলিফোন) ১০১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান (তালা) পেয়েছেন ৬০৯২ ভোট। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালার, ২০১০ বিধি ৪৪(৩) অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক অষ্টামাংশ অপেক্ষা কম ভোট পেলে তার জমানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াফত হবে।

এদিকে মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ছয় প্রাথর্ীর তিন প্রাথীই জামানত খুইয়েছে। এদের মধ্যে নূরম্নল ইসলাম (তালা) পেয়েছেন ২২৯, ফখরম্নজ্জামান মিলাদ (চশমা) পেয়েছেন ২৯৭ ও মোশারফ হোসেন (টেলিভিশন) ৩৭১। জামানত ঠেকানোর জন্য তাঁদের প্রয়োজন ছিল ৩৭৬৯ ভোট। কিন্তু এই তিন প্রাথী নেই এর ধারে কাছেও। এই পৌরসভায় বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ৩০১৪৮। এই পৌরসভায় তিন প্রাথীর জামানত রক্ষা হয়েছে। এঁরা হলেন বিজয়ী প্রাথী বিএনপির একেএম ইরাদত মানু (দোয়াত কলম) পেয়েছেন ১২২০৯ ভোট, নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী আলহাজ মোহাম্মদ ফয়সাল বিপস্নব (দেয়াল ঘড়ি) পেয়েয়েছেন ১০৮৪৪ ভোট ও মহাজোটের এ্যাডভোকেট মুজিবুর রহমান (আনারস) ৬১৯৮ ভোট।

[ad#bottom]

Leave a Reply