প্রবাসী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সভায় বক্তারা
তারেক সালমান: প্রবাসী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের প্রথম সভা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও ফিনল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী মো. রমজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢালী ফয়েজ আহমেদ, জহিরুল আলম নজরুল, হুমায়ূন কবীর, এনামুল হক শাহীন, লিমন চৌধুরী, মাইনুল ইসলাম, আতাউর রহমান খান, আকরাম হোসেন খান, বাদশাহ বেপারী, শেখ সেলিম ও শেখ সোহেল। এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন, সুইডেন থেকে মহী খান, নাহিদ হাসান ও মেজবাহ উদ্দিন বাদল, যুক্তরাষ্ট্র থেকে জাহাংগীর খান ও আব্দুল আলীম পাখি, কানাডা থেকে মাসুদ চৌধুরী, ফ্লোরা চৌধুরী, ফ্রান্স থেকে রাজ্জাক মোল্লা ও ফিরোজ লস্কর, নরওয়ে থেকে মো. ইসলাম সেলিম, কাজল হোসেন ও বিদ্যুৎ কাল, বেলজিয়াম থেকে নুরুল ইসলাম, মো. আলী, ইতালি থেকে ইকবাল হাসান, তারিক হোসেন লিমটন, রোকশানা আক্তার ও লাভলী তারিক, পর্তুগাল থেকে বাবু সুভাষ ও আরজু। স্পেন থেকে রাসেল খান, যুক্তরাজ্য থেকে আবুল হাসেম, আবদুর রহমান ও শিউলী রহমান, চীন থেকে সাজ্জাদ হোসেন ও জনি বেপারী এবং অস্ট্রেলিয়া থেকে ওয়াসীম খান ও বাবুল আহমেদ।
সভায় শ্রীনগর, সিরাজদিখান, নবাবগঞ্জ ও দোহারবাসীদের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রস্তাবিত বিমানবন্দরের নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়। যারা উন্নয়ন চায় না তারাই আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করছেন।
[ad#bottom]
Leave a Reply