মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে হামলায় ১০ জন আহত

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে শনিবার রাতে বিয়ে বাড়িতে একদল মাতালের হামলায় ১০ জন আহত হয়েছে। ওইদিন স্থানীয় পাগল দাসের ছেলে তপন দাসের বিয়ে সম্পন্ন হয়। গ্রামবাসী জানায়, রাতে আইয়ুব মিয়া ও সঙ্গীয় আরো ১২ জন মদ্যপাবস্থায় বিয়ে বাড়িতে গিয়ে গালাগাল করে। এতে গ্রামের চৌকিদার আমেনা বেগম ও দফাদার মোয়াজ্জেম হোসেন গেলে তাদের মারধর করে মদ্যপ ব্যক্তিরা। এছাড়া বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর থানায় মামলা রুজু হয়।

[ad#bottom]

Leave a Reply