টঙ্গিবাড়িতে কলেজ ছাত্রী রুমা আত্নহনন : এক বছরেও হয়নি চার্জ গঠন

জান্নাতুল ফেরদৌসৗ, মুন্সীগঞ্জ: টঙ্গিবাড়িতে বখাটের উৎপাতে কলেজ ছাত্রী রুমা আত্নহনন ঘটনার এক বছর অতিবাহিত হলেও মামলার চার্জ গঠন হয়নি। এ সুযোগে বখাটে রাজিবসহ আসামীরা মামলা তুলে নিতে বাদী শামিম বেপারীকে নানা ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। এতে কলেজ ছাত্রী রুমার পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বাদী শামিম বেপারী জানান, বখাটে রাজিব ও মোস্তফা বেপারী জামিনে বের হয়ে গত ১৬ অক্টোবর তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার এক বছরেও মামলার চার্জ গঠন না হওয়ায় বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে আসামীরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

উল্লেখ্য, বখাটে রাজিবের উৎপাত সইতে না পেরে কলেজ ছাত্রী রুমা গত বছরের ২৫ জানুয়ারী নিজ ঘরে আত্নহননের পথ বেছে নেয়।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply