আড়িয়াল বিল রক্ষা কমিটির সমর্থকদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা মাওয়া মহাসড়কে অবরোধ সাড়ে তিন ঘন্টা যানবাহন চলাচল
মোহাম্মদ সেলিম: গতকাল বুধবার দুপুর একটার দিকে ঢাকা মাওয়া মহাসড়কে আড়িয়াল বিল রক্ষা কমিটির সমর্থকদের সাথে বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণ সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের ৭ কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছে। পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে কয়েকটি টিয়ার গ্যাসসহ ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করেছে। সাড়ে তিন ঘন্টা মহাসড়ক অবরোধের সময় বিক্ষুব্ধুরা প্রায় ২০টি বাস ভাঙ্গচুর করেছে। আন্দদ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আহতরা হচ্ছে শ্রীনগর থানার এস আই আমিনুল ইসলাম, লৌহজং থানার এস আই কিবরিয়া, পলিশ কনস্টোবল ফারুক, দেলোয়ার, মোকাদ্দেস ও সিদ্দিকুর।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী বুধবার বিকালে ঢাকার মুক্তাঙ্গনে আড়িয়াল বিল রক্ষা কমিটির সভার অনুষ্ঠানে এর পক্ষের সমর্থকরা শ্রীনগর ষোলঘর বাসস্ট্যান্ডে জরো হতে থাকে। তাদেরকে নিয়ে যেতে সেখানে বিক্রমপুর পরিবহন ও গ্রেট বিক্রমপুর নামের ১০টি বাস অপেক্ষা করতে থাকে। ইতোমধ্যে কয়েকশ’ লোক ঢাকায় যাওয়ার উদেশ্যে বাসে উঠে। এ সময় যুবলীগ নেতা পলাশ এখান থেকে বাস ছাড়তে বাঁধা দেয়। কিন্তু বাস ছাড়ার চেষ্টা করলে পলাশ এক বাস ড্রাইভারকে মারধর করে। এতে এখানে হট্রগোল শুরু হয়। এ খবর দুই শিবির ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা মহাসড়কের রাস্তায় অবস্থান নিলে সড়কের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সরকার দলের সমর্থকরা অবস্থান নেন শ্রীনগর ছনবাড়ি এলাকায়। আড়িয়াল বিল রক্ষা সমর্থকরা অবস্থান নেন ষোলঘর এলাকায়। উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সরকার সমর্থকরা তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান বাসগুলো ভাঙ্গচুর করে। এর প্রতিশোধ হিসেবে আড়িয়াল রক্ষা কমিটির বিক্ষুব্দ সমর্থকরা আন্দদ পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তাদের আরো ৯টি গাড়ি ভাঙ্গচুর করে। প্রতিরোধের মুখে আগুন নেভাতে আসা ফায়ার ব্রিগ্রেডের গাড়ী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার শফিকুর রহমান জানান, এই উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১৬টি টিয়ার গ্যাস ও ১৬টি রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ৭জন পুলিশ আহত হয়।

বিক্রমপুর সংবাদ
——————————————–

মুন্সীগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষ, ভাংচুর-আগুন

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই সংঘর্ষের সময় একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্তত ২০টি যানবাহন ভাংচুর করা হয়।

এছাড়া আশপাশের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও দোকান ভাংচুরের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছোড়ে।

পুলিশ বলেছে, শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ না করার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে ডাকা সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাবেশমুখী কয়েকটি বাসকে ঢাকার প্রবেশমুখে পুলিশ বাধা দিয়েছে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায় বলেও জানা গেছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর একই দাবিতে আড়িয়াল বিল এলাকার বাড়ি-ঘর ও জমির মালিকসহ স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। ওই সময়ও ভাংচুরের ঘটনা ঘটে।

প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে মুন্সীগঞ্জের শ্রীনগর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলিয়ে ২৫ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, এই বিমানবন্দর হলে এলাকার কয়েক লাখ মানুষ বেকার হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সংঘর্ষের কারণে দুপুর পৌনে ২ টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত আড়াই ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

তিনি জানান, সমাবেশমুখী একটি বাসের চালককে কে বা কারা মারধর করলে আশপাশের গ্রামের লোকজন এসে হামলাকারীদের ধাওয়া করে। পরে বিক্ষুব্ধরা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে।

আড়িয়ালবিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের বিপক্ষের বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের জানান, ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য কয়েকটি বাস ষোলঘর থেকে রওনা হয়ে যায়।

পথে বিমানবন্দর করার পক্ষের লোকজন বাধা দেয়। তারা একটি বাসের চালককে মারধর করে। খবর পেয়ে বিমানবন্দরের বিপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তারা হামলাকারীদের ধাওয়া করে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধের চেষ্টা চলায়।

ইকবাল হোসেন জানান, তারা মুক্তাঙ্গন পর্যন্ত পৌঁছাতে পারেননি।

সেখানে সমাবেশ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রবেশের সময় বাবুবাজার সেতুর সামনে সব গাড়ি আটকে দেয় পুলিশ।

শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন, মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না- এমন খবর পেয়ে বিমানবন্দর নির্মাণের বিপক্ষের লোকজন বাসে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। কিন্তু সেখানে যাওয়ার পর বিক্ষোভকারীরা দমকলের একটি গাড়ি ভাংচুর করে।

বিডি নিউজ 24
———————————————————

আড়িয়ল বিলে নির্মাণ-প্রস্তাবে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে অবরোধ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা আজ বুধবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অবরোধ চলে। ফলে যান চলাচল বন্ধ হয়ে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

জানা গেছে, আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির উদ্যোগে ঢাকার মুক্তাঙ্গনে আজ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, ঢাকার দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার বাসিন্দা মুক্তাঙ্গনের উদ্দেশে রওনা দিলে বেলা একটার দিকে পুলিশ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপর তাদের আটকে দেয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া লোকজন সেতু অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীরা এ সময় সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছলেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়া ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্যসচিব বাবুল খন্দকার জানান, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার অধিবাসীরা ওই বিলে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বিমানবন্দর নির্মাণ করা হলে হাজার হাজার লোক বেকার হয়ে পড়বে। দেশে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিবে।

ঘটনাস্থলে উপস্থিত লালবাগ জোনের এডিসি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুমতি না থাকায় তাদের সেতুর ওপর আটকে দেওয়া হয়েছে। বিকেল তিনটার দিকে তারা অবরোধ তুলে নেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিক্ষোভকারীরা সেতু অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে চলে যায়।

প্রথম আলো
————————————————–

আড়িয়াল বিলের জমি নিয়ে বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মুক্তাঙ্গনে সমাবেশে যোগদানে বাধা ॥ সড়ক অবরোধ ॥ আহত ২০
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণবিরোধীদের সঙ্গে বুধবার বিকেলে পুলিশের সংঘর্ষ হয়েছে। নির্মাণবিরোধীরা শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়। এ সময় বিমানবন্দর নির্মাণবিরোধীরা ২০টি গাড়ি ও অনেক দোকান ভাংচুর করে। এদিকে দুপুর ১টার দিকে বিমানবন্দর নির্মাণবিরোধীরা বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু অবরোধ করে। এ সময় সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, ঢাকার মুক্তাঙ্গনে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে সমাবেশে অংশগ্রহণ নিয়ে বুধবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ষোলঘরে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী একটি বাসে অগি্নসংযোগ ছাড়াও ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্তত ২০টি যান ভাংচুর করা হয়। আশপাশের বাড়িঘর ও ষোলঘর বাজারের ৩০টি দোকানপাট ভাংচুর হয়েছে। এতে ৮ পুলিশসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। আহত লৌহজং থানার ওসি দারোগা গোলাম কিবরিয়া (৪২), শ্রীনগর থানার দারোগা ফারম্নক (৪০) ও দারোগা খালিদসহ (৩৫) আহত কয়েকজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এসব ঘটনায় বেলা পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যনত্ম আড়াই ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে অসংখ্য যাত্রী। ‘মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেয়া হচ্ছে না’ এমন খবরে বিমানবন্দরের বিপক্ষে অবস্থানকারীরা এ তা-ব চালায় বলে শ্রীনগর থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন জানান।
পুলিশ সুপার মোঃ সফিকুল ইসলাম জানিয়েছেন, যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি শানত্ম রয়েছে। বাড়ৈখালী ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন মাস্টার জানান, আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য কয়েকটি বাস ষোলঘর থেকে রওনা হয়ে যায়। এই সময় বিমানবন্দর নির্মাণের পক্ষের লোকজন বাধা দেয়। একটি বাসের চালককে মারধরও করা হয়। এই খবরেই বিমানবন্দরবিরোধী লোকজন আশপাশ থেকে এসে হামলাকারীদের ধাওয়া করে। এর পর তারা মাওয়া সড়ক অবরোধের চেষ্টা চালায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নরম্নল আলম দুলাল জানান, যাত্রীবাহী বাসে অগি্নসংযোগের খবরে দমকল বাহিনীর পাম্পবাহী একটি গাড়ি সেখানে গেলে বিমানবন্দর বিরোধীরা ব্যাপক ভাংচুর চালায়।

সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আনত্মর্জাতিক বিমানবন্দর নির্মাণবিরোধীরা বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যনত্ম বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগানত্মিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ রম্নটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আনত্মর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে আড়িয়াল বিল রক্ষা কমিটির উদ্যোগে ঢাকার মুক্তাঙ্গনে বুধবার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, ঢাকার দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার বাসিন্দা মুক্তাঙ্গনের উদ্দেশে রওনা দিলে বেলা ১টার দিকে পুলিশ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপর তাদের আটকে দেয়। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী লোকজন সেতু অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীরা এ সময় সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগানত্মিতে পড়ে সাধারণ যাত্রীরা। অনেকে হেঁটে গনত্মব্যে পেঁৗছলেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়াও ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ রম্নটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আড়িয়াল বিল রক্ষা কমিটির সদস্য সামসুল হক (৭০) জানান, ঢাকার মুক্তাঙ্গনে যাওয়ার সময় পুলিশ আমাদের আটকে দিয়েছে। এর প্রতিবাদে তারা সেতু অবরোধ করেছে। তিনি আরও জানান, আড়িয়াল বিলে কাজ করে ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার অধিবাসীরা জীবিকা নির্বাহ করে থাকে। এখান থেকে যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয় তা দিয়ে সারাদেশের তিন মাসের খাদ্যের যোগান দেয়া হয়। এ ছাড়াও প্রতিবছর কয়েক কোটি টাকার শামুক, কেচো এখান থেকে রফতানি করা হয়। বিমানবন্দর নির্মিত হলে হাজার হাজার লোক বেকার হয়ে পড়বে। দেশে খাদ্যশস্যের ঘাটতি দেখা দেবে।

ঘটনস্থলে উপস্থিত লালবাগ জোনের এডিসি ড. কামরম্নজ্জামান সাংবাদিকদের জানান, মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুমতি না থাকায় তাদের সেতুর ওপর আটকে দেয়া হয়েছে। দুপুর ৩টায় তারা সেতু থেকে অবরোধ তুলে নেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, বিক্ষোভকারীরা সেতু অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে চলে যায়।

জনকন্ঠ
——————————————-

বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণ নিয়ে ঢাকা-মাওয়া সড়ক রণক্ষেত্র

যান চলাচল বন্ধ, পুলিশসহ আহত ৩০, অগ্নিসংযোগ ও ভাঙচুর

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রতিহত করতে গতকাল বুধবার ৫ ঘণ্টা মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, দোকানপাট ও যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিক্ষুব্ধ আঁড়িয়ল বিলবাসী তাণ্ডব চালিয়েছে। এ সময় বিলবাসীর সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্র জানায়, ঢাকার মুক্তাঙ্গনে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে আঁড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অন্তত ১০ গ্রামের নারী-পুরুষ বাসযোগে ষোলঘর থেকে রওনা দেয়ার সময় বিমানবন্দর নির্মাণের পক্ষের লোকজন বাঁধা দিয়ে গাড়ির চালককে বেধরক মারপিট করে।

পরে বিমানবন্দর নির্মাণের পক্ষের হাজার হাজার জনতা শ্রীনগরের ছনবাড়ি চৌরাস্তা থেকে উমপাড়া পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে দোকানপাট ও গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ বিলবাসীর ওপর লাঠিচার্জ করলে বিলবাসীর সঙ্গে তাদের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ অন্তত ২০ রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি বর্ষণ করে।

পুলিশ জানায়, বিক্ষুব্ধ বিলবাসী ৩০টি দোকানপাট ও ফায়ার সার্ভিসের গাড়িসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরসহ আনন্দ পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগ করে। এতে লৌহজং থানার এসআই কিবরিয়া, শ্রীনগর থানার এসআই আমিনুল, আঁড়িয়ল বিলের বাসিন্দা দেলোয়ার, মোফাজ্জল, মেহরাব, পথচারী মোমিলা ও নিপাসহ প্রায় ৩০ জন আহত হন।

আমাদের সময়
————————————————–

ঢাকা-মাওয়া মহাসড়ক রণক্ষেত্র, ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ


রাসেল মাহমুদ/মো. আরিফ হোসেন, শ্রীনগর থেকে: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রতিহত করতে গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ, দোকানপাট-যাত্রীবাহী বাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিক্ষুব্ধ আড়িয়ঁল বিলবাসী তাণ্ডবলীলা চালিয়েছে। এ সময় পুলিশ ও বিলবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বিলবাসীর বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও ফাঁকা গুলিবর্ষণ করে। বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে আড়িয়ল বিলবাসী বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। তারা ৩০টি দোকানপাট ও ফায়ার সার্ভিসের গাড়িসহ অর্ধশতাধিক গাড়িতে ব্যাপক ভাঙচুর ও আনন্দ পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করে। বুধবার বিকালে ঢাকার মুক্তাঙ্গনে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অন্তত ১০ গ্রামের নারী-পুরুষ বাসযোগে ষোলঘর থেকে রওনা দেয়ার প্রস্তুতিকালে বিমানবন্দর নির্মাণের পক্ষের কতিপয় লোকজন বাধা দেয় এবং গাড়ির চালককে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে বিলবাসী। পরে হাজার হাজার নারী-পুরুষ শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তা থেকে উমপাড়া পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নেয়। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবস্থানরত বিক্ষুব্ধ বিলবাসী দোকানপাট ও গাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ শুরু করে। এমন বেগতিক পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করলে সেখানে বেসামাল হয়ে পড়ে বিলবাসী। এক পর্যায়ে পুলিশ ও বিলবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এতে লৌহজং থানার এসআই কিবরিয়া, শ্রীনগর থানার এসআই আমিনুল, আড়িয়ল বিলের বাসিন্দা দেলোয়ার, মোফাজ্জল, মেহরাব, পথচারী মোমিলা, নিপাসহ প্রায় ৩০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছুটে যায়। পুলিশ বিলবাসীকে লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছে। বিকাল ৫টার দিকে আড়িয়ল বিলবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়।

মানবজমিন
————————————————–

আড়িয়ল রক্ষাকারীদের সমাবেশে পুলিশের মারমুখী আচরন : শ্রীনগর রণক্ষেত্র

আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে রাজধানীর কোথাও বিলরক্ষাকারীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। মুক্তাঙ্গনেও তাদের সমাবেশ করতে দেয়া হয়নি। সেখানে আসার প্রতিটি রাস্তায় ব্যরিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা মিছিল করে রাস্তায় অবস্থান নেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পোস্তগলা সেতু ও ২য় বুড়িগঙ্গা সেতুতে। অন্যদিকে, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ, দোকানপাট-যাত্রীবাহী বাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আড়িয়ল বিলবাসী। এ সময় পুলিশ ও বিলবাসীর সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। বিলবাসীর বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ার সেল ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ ।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিকাল তিনটায় মুক্তাঙ্গনে সমাবেশ করার কথা ছিল। সেখানে সমাবেশ করতে না পারায় পরে ওসমানি উদ্যানে সমাবেশ করতে গেলে সেখানেও ঢুকতে বাধা দেয় আন্দোলনকারীদের। বিকাল চারটায় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করতে গেলে সেখানে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে ব্যানার কেড়ে নেয় পুলিশ। পরে তারা প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের সামনে প্রতিবাদ জানায়।

লালবাগ থানার এডিসি কামরুজ্জামান বিডি রিপোর্ট 24 ডটকম কে জানান, “বাসে করে মানুষ আসতে চাইলে ২য় বুড়িগঙ্গা সেতুতে বাধা দেয়া হয়। এ সময় প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ঢাকায় প্রবেশ করতে ব্যর্থ হয়ে বেলা তিনটার দিকে মিছিল করে ফিরে যায়।”

আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগম আহবায়ক হায়দার শেখ বলেন, “আমাদের ছোট দেশে ১টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকার পরও সরকার আরেকটি বিমানবন্দর করতে চায়। এতে বুঝা যায় বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ করার নীলনকশা করেছে সরকার।” তিনি বলেন, “আমরা এর প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ি মুক্তাঙ্গনে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে পুলিশ এখানেও ওসমানি উদ্যানে সমাবেশ করতে বলে। আমরা সেখানে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করতে গলে সেখানেও পুলিশ লাঠিচার্জ করে। এতে আমাদের অর্ধশতাধিক মিছিলকারী আহত হয়।” এর আগে মুক্তাঙ্গনে সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই হাজার হাজার আড়িয়লবাসী শ্রীনগর ষোলঘর এলাকায় সমবেত হতে থাকে। কিছু বাস ছেড়ে গেলেও কেরানীগঞ্জের বাবুবাজারে তাদের বহর আটকে দেয় পুলিশ। পরে শ্রীনগরের ষোলঘরেও আড়িয়লবাসীদের বহনকারী বাসের ড্রাইভারকে বিমানবন্দর নির্মাণের পক্ষের লোকেরা মারধর করে। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু বাস ভাঙচুর করা হয়। ফলে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ ও শ্রীনগর সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রতিহত করতে বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ, দোকানপাট-যাত্রীবাহী বাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিক্ষুব্ধ আড়িয়ল বিলবাসী তান্ডবলীলা চালিয়েছে। বিক্ষুব্ধ বিলবাসী ৩০টি দোকানপাট ও ফায়ার সার্ভিসের গাড়ীসহ অর্ধশতাধিক গাড়ীতে ব্যাপক ভাঙচুর ও আনন্দ পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করে।

বুধবার বিকেলে ঢাকার মুক্তাঙ্গনে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অন্তত ১০ গ্রামের নারী-পুরুষ বাসযোগে ষোলঘর থেকে রওনা দেয়ার প্রস্তুতির সময় বিমানবন্দর নির্মাণের পক্ষের কতিপয় লোকজন বাধা দেয় এবং গাড়িরচালককে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় মুক্তাঙ্গনে যাওয়ার প্রস্ত্ততির সময় বাধা দেয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠে আড়িয়ল বিলবাসী।পরে হাজার হাজার জনতা শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তা থেকে উমপাড়া পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নেয়। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবস্থানরত বিক্ষুব্ধ বিলবাসী দোকানপাট-গাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

মহাসড়কের এমন বেগতিক পরিস্থিতিতে পুলিশ বিক্ষুব্ধ বিলবাসীর ওপর লাঠিচার্জ করলে মহাসড়কের বেসামাল হয়ে পড়ে বিলবাসী। এতে পুলিশ ও বিলবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

এতে লৌহজং থানার এসআই কিবরিয়া, শ্রীনগর থানার এসআই আমিনুল, আড়িয়ল বিলের বাসিন্দা দেলোয়ার, মোফাজ্জল, মেহরাব, পথচারী মোমিলা, নিপাসহ প্রায় ৩০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত র‌্যাপিড অ্যাশন ব্যাটলিয়ন ছুটে যায়। পুলিশ বিলবাসীকে লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়েছে। বিকেল পাঁচটার দিকে আড়িয়ল বিলবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে নিরাপদ দুরত্বে চলে যায়।বিলবাসীর বিক্ষোভের পর ডিসি ও এসপি সেখানে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিডি রিপোর্ট 24 ডটকম
———————————————

[ad#bottom]

One Response

Write a Comment»
  1. এসব কি হচ্ছে ? বিমানবন্দর হলে সেটা কি আমাদের জেলার জন্য ভাল হবে না ?????

Leave a Reply