আড়িয়াল বিলে প্রসত্মাবিত বিমানবন্দরের ক্ষতিগ্রসত্ম ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল নতুন বাজারে এই মতবিনিময়ে ক্ষতিগ্রসত্ম ভূমি মালিকদের মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান বতু মেম্বার, রম্নহুল আমিন, হারম্নন মাস্টার, খলিল ফকির, তোফাজ্জল ডাক্তার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন শেখ হারম্ননুর রশিদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ভূইয়া, মনির হোসেন মৃতুল প্রমুখ। ক্ষতিগ্রসত্মদের জমির যথাযথ ক্ষতিপূরণ মূল্য পরিশোধ এবং পুনর্বাসনসহ মতবিনিময়ে প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। খোলামেলা এই আলোচনায় ক্ষতিগ্রসত্মরা সংসদ সদস্যের কাছে তাদের নানা দাবি তুলে ধরেন। এমপি সুকুমার ঘোষ ভূমি মালিকদের আশসত্ম করে বলেন, বিমানবন্দর এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বিরাট অবদান রাখবে। বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বিক্রমপুরের। পরে আড়িয়াল বিলের মত্তগ্রাম মৌজার উপস্থিত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা বিমানবন্দর নির্মাণে একমত পোষণ করেন বলে অনুষ্ঠানের সভাপতি শেখ হারম্ননুর রশিদ জানিয়েছেন।
[ad#bottom]
Leave a Reply