জমির দাম বাড়ানোর দাবি জাজিরায় মানববন্ধন

পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ
পদ্মা সেতুর জন্য পদ্মার দুই পারে অধিগ্রহণ করা জমির দাম সমান হারে পরিশোধের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ছবদের ফকিরকান্দি গ্রামে ‘পদ্মা বহুমুখী সেতুর জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিক সংগঠন’ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন ও সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুর জন্য শরীয়তপুরের নাওডোবা ও পূর্ব নাওডোবা ইউনিয়নের ৬৬ হাজার ৭০০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি শতাংশ জমি বাবদ চার হাজার ৯০০ ৯৩ টাকা ও সেতু বিভাগ আরও ১৮ হাজার টাকা পরিশোধ করেছে। মুন্সিগঞ্জের মাওয়ায় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের শতাংশপ্রতি এক লাখ ৯৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
দৌলতদিয়া-বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকটের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ার কাছে পদ্মা ও যমুনা নদীতে এভাবে সারবাহী কার্গো ও জাহাজ দিনের পর দিন নোঙর করে থাকতে বাধ্য হচ্ছে। ছবিটি দৌলতদিয়ার কাছে বাহিরচর বেড়াডাঙ্গা এলাকা থেকে গত শুক্রবার তোলা

‘পদ্মা বহুমুখী সেতুর জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিক সংগঠন’-এর সভাপতি আবদুর রহমান খান বলেন, ‘নদীর দুই প্রান্তের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সমান হারে দাম পরিশোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছি।’
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসন ও সেতু বিভাগ থেকে যে টাকা দেওয়া হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা খুশি। হঠাৎ করে কেন তাঁরা জমির দাম বাড়ানোর দাবিতে কর্মসূচি পালন করছেন, তা খতিয়ে দেখব।’

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাই চন্দ্র সেন জানান, নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণ করার আগে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংশ্লিষ্ট মৌজার এক বছরের দলিলের গড় মূল্য দেখে জমির দাম নির্ধারণ করা হয়। সে অনুযায়ী জেলা প্রশাসন নাওডোবা ও পূর্ব নাওডোবা ইউনিয়নের অধিগ্রহণ করা জমির দাম নির্ধারণ করেছে। মাওয়া এলাকার জমির এক বছরের গড় মূল্য বেশি থাকায় সেখানকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বেশি টাকা পেয়েছেন।

[ad#bottom]

Leave a Reply