পদ্মা সেতুর অধিগ্রহণকৃত জমির মূল্য বাড়ানোর দাবিতে মানববন্ধন

পদ্মা সেতুর অধিগ্রহণকৃত ভূমির মূল্য বৃদ্ধি করার দাবিতে ভূমির মালিকরা মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ করেছে। জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ছবদের ফকির কান্দি গ্রামে শনিবার সকালে তারা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কমান্ডারের সভাপতিত্বে সমাবেশ করে। পদ্মা বহুমুখী সেতুর জন্য শরীয়তপুরের জেলা প্রশাসন নাওডোবা ও পূর্ব নাওডোবা ইউনিয়নের ৬৬ হাজার ৭শত শতাংশ ভূমি অধিগ্রহণ করে। প্রতি শতাংশ জমির মূল্য বাবদ শরীয়তপুরের জেলা প্রশাসন ৪ হাজার ৯শত ৯৩ টাকা ও সেতু বিভাগ সিসিডিবি নামক বেসরকারি সংগঠনের মাধ্যমে আরো ১৮ হাজার টাকা পরিশোধ করে। অন্যদিকে মুন্সীগঞ্জের মাওয়ায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের শতাংশ প্রতি ১ লাখ ৯৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। নদীর দুই পারের ভূমির দুই রকম মূল্য নির্ধারণ করার প্রতিবাদে নাওডোবা ও পূর্ব নাওডোবা এলাকার ভূমির মূল্য বৃদ্ধির দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্তরা।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাই চন্দ্র সেন জানান, সরকারের নিয়ম অনুযায়ী কোন ভূমি অধিগ্রহণ করার আগে সাবরেজিষ্ট্রি অফিস থেকে সংশিস্নষ্ট মৌজার এক বছরের দলিলের গড় মূল্য দেখে ভূমির মূল্য নির্ধারণ করা হয়। মাওয়া অঞ্চলের জমির এক বছরের গড় মূল্য বেশি থাকায় সেখানকার ক্ষতিগ্রস্তরা বেশী টাকা পেয়েছে।

[ad#bottom]

Leave a Reply